IPL 2022: বিরাট, রোহিতের ফর্ম নিয়ে একেবারেই দুশ্চিন্তায় নেই সৌরভ

বিরাট কোহলি আর রোহিত শর্মার ফর্মে না থাকা নিয়ে একেবারে দুশ্চিন্তায় নেই তিনি। দৃঢ় বিশ্বাস, দ্রুত রানে ফিরবেন এই দুই তারকা। তাঁদের নিয়ে কী বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

IPL 2022: বিরাট, রোহিতের ফর্ম নিয়ে একেবারেই দুশ্চিন্তায় নেই সৌরভ
IPL 2022: বিরাট, রোহিতের ফর্ম নিয়ে একেবারেই দুশ্চিন্তায় নেই সৌরভ
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2022 | 6:15 PM

মুম্বই: বেশ কিছু মহাতারকার ভরাডুবি দেখেছে এ বারের আইপিএল (IPL 2022) । প্রবল প্রত্যাশা থাকলেও টিমকে টানতে পারেননি তাঁরা। ঘটনা হল, সেই তালিকায় বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মতো তারকাও রয়েছেন। আইপিএলের ১৪ ইনিংসে এ বার রোহিত শর্মা করেছেন ২৬৮ রান। গড় ১৯.১৪। স্ট্রাইকরেট ১২০.১৭। ভারতীয় টিমের নেতৃত্ব পাওয়ার পর কি চাপে পড়ে গিয়েছেন তিনি? যে কারণে মুম্বই ইন্ডিয়ান্সকে টানতে পারছেন না? এমন প্রশ্নও উঠে গিয়েছে। বিরাটও সে ভাবে রান পাননি। ১৩ ইনিংসে করেছেন ২৩৬ রান। যার মধ্যে রয়েছে তিনটে শূন্য। সারা দেশ যখন দুই প্রথম সারির ব্যাটারকে নিয়ে চাপে, তখন ভারতের প্রাক্তন নেতা এবং বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এই দু’জনের ফর্ম নিয়ে একেবারেই দুশ্চিন্তায় নেই। তাঁর বিশ্বাস, দুই তারকা দ্রুত রানে ফিরবেন।

একটি ইভেন্টে সৌরভ বলেছেন, ‘সবাই মানুষ। আর তারা ভুল করেই। কিন্তু নেতা হিসেবে রোহিতের রেকর্ড কিন্তু দুরন্ত। পাঁচবার আইপিএল জিতেছে। এশিয়া জিতেছে। যেখানেই নেতৃত্ব দিয়েছে, সেখানেই জিতেছে। যারা মানুষ, তারা ভুল করেই।’

শুরুতে রানে না থাকলেও ধীরে ধীরে ফর্মে ফিরেছেন বিরাট। কলকাতার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন। টিমকে প্লে-অফে তোলার ক্ষেত্রে যে ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বুধবার আরসিবি কলকাতাতেই খেলবে তাদের প্লে-অফ ম্যাচ। বিরাট-রোহিতের পাশে দাঁড়িয়ে সৌরভ বলছেন, ‘ওরা যে অত্যন্ত ভালো প্লেয়ার। আমি নিশ্চিত ওরা রানে ফিরবে। ওরা প্রচুর ক্রিকেট খেলার জন্য ফর্ম হারিয়েছে। বিরাট ওর শেষ আইপিএল ম্যাচটাতে চমৎকার খেলেছে। বিশেষ করে আরসিবির তখন ওই রকম একটা ইনিংস দরকার ছিল। আর সেই কারণেই আরসিবিকে প্লে-অফে তুলতে পেরে ও খুশি হয়েছে। বিরাট আর রোহিত গ্রেট প্লেয়ার। ওদের রানে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা।’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ৫ ম্যাচের হোম সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত, বিরাট ও জশপ্রীত বুমরাকে। ভারতের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। ঋষভ পন্থ দিল্লির নেতা হিসেবে সে ভাবে ছাপ রাখতে পারেননি। বিশেষ করে ডিআরএস নির্বাচনের ক্ষেত্রে গলদ দেখা গিয়েছে তাঁর। সৌরভ কিন্তু বলে দিচ্ছেন, ‘ধোনির সঙ্গে পন্থের তুলনা করে ঠিক হবে না। ধোনির প্রচুর অভিজ্ঞতা। টেস্ট, ওয়ান ডে, আইপিএল মিলিয়ে ৫০০-র বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছে। সেই কারণেই ধোনির সঙ্গে পন্থের তুলনা করা ঠিক হবে না।’

প্রোটিয়াদের বিরুদ্ধে হোম সিরিজে ভারতীয় টিমে সুযোগ পেয়েছেন উমরান মালিক। ১৫০-রও বেশি গতিতে ধারাবাহিক বোলিং করছেন তিনি। সৌরভ তাঁকে নিয়ে আশাবাদী। এ বারের আইপিএলে তরুণরা যে ভাবে নিজেদের মেলে ধরেছেন, তা নিয়ে উচ্ছ্বসিত সৌরভ। বলছেন, ‘ওর ভবিষ্যৎ কিন্তু ওর নিজেরই হাতে। ও যদি ফিট থাকে, এই গতিতেই বল করে যেতে পারে, লম্বা সময় খেলবে। এ বারের আইপিএলে অনেকেই খেলেছে। তিলক মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভালো খেলেছে, সানরাইজার্সের হয়ে রাহুল, গুজরাতের হয়ে তেওটিয়া। উমরান মালিকের মতোই মহসিন খান, অর্শদীপ সিং, আবেশ খানরাও তাদের প্রতিভা মেলে ধরছে।’