Asia Cup 2022: এশিয়া কাপে ভারতের সামনে আজ মালয়েশিয়া, চিন্তা শেফালির ফর্ম

India W vs Malaysia W: আগামী বছর মেয়েদের টি ২০ বিশ্বকাপ। সে কথা মাথায় রেখেই ঘুঁটি সাজাচ্ছেন হরমনপ্রীত কৌর ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মালয়েশিয়ার বিরুদ্ধে সুযোগ দেওয়া হতে পারে কিরণকে।

Asia Cup 2022: এশিয়া কাপে ভারতের সামনে আজ মালয়েশিয়া, চিন্তা শেফালির ফর্ম
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2022 | 7:30 AM

সিলেট : শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে এশিয়া কাপ (Asia Cup 2022) অভিযান শুরু করেছে ভারত। আজ সামনে মালয়েশিয়া (INDWvsMALW)। খাতায় কলমে ভারতের তুলতায় খুবই দুর্বল দল। ভারতের কাছে এই ম্যাচটি কার্যত প্রস্তুতির। যে ক্রিকেটারদের একাদশে নিয়মিত সুযোগ দেওয়া যায় না, তাঁদের দেখে নেওয়ার জন্য আদর্শ ম্যাচ। হরমনপ্রীতদের লক্ষ্যও থাকবে সেটাই। তবে ভারতীয় শিবিরের একটা চিন্তা কিন্তু থাকছেই। ওপেনার শেফালি ভার্মার (Shafali Verma) ফর্ম। প্রায় ২০ ইনিংসে তাঁর ব্যাটে কোনও অর্ধশতরানের ইনিংস নেই। কমনওয়েলথ গেমসে উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানের ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ড সফরে দুই ফরম্যাট মিলিয়ে আধডজন ম্যাচের মধ্যে চারটিতে এক অঙ্কের রানে ফিরেছেন শেফালি। ভারত অধিনায়ক এই ওপেনারের পাশে থাকলেও, শেফালি ফর্ম ভাবাচ্ছে।

মেয়েদের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ১০ রান করেছেন শেফালি। আরেক ওপেনার স্মৃতি মান্ধানা রান না পেলেও তাঁকে নিয়ে চিন্তা নেই। স্মৃতি ফর্মেই রয়েছেন। হয়তো আজকের ম্যাচেও জ্বলে উঠবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের বড় প্রাপ্তি জেমিমা রডরিগজ। কমনওয়েলথ গেমসে অনবদ্য ছন্দে ছিলেন জেমিমা। এর পর ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে খেলছিলেন। কয়েক ম্যাচ পরই চোট পান। প্রায় দেড় মাস ব্যাট ছুঁতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর বিধ্বংসী ৭৬ রানের ইনিংস। একটা সময় মনে হয়েছিল, শতরানও করে ফেলতে পারেন। তা না হলেও ম্যাচের সেরার পুরস্কার জিতে নিয়েছেন জেমিমা। বোলিং বিভাগ, বিশেষত স্পিনাররা দারুণ ফর্মে। মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতীয় শিবির হয়তো উইনিং কম্বিনেশন ভাঙবে। ঘরোয়া ক্রিকেটে পাওয়ার হিটার কিরণপ্রভু নবগীরে ইংল্যান্ড সফরে প্রথমবার জাতীয় দলে ডাক পান। মাত্র ২ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। এর মধ্যে ব্যাট করেছেন ১ ম্যাচে। করেছেন মাত্র ৭ রান। আগামী বছর মেয়েদের টি ২০ বিশ্বকাপ। সে কথা মাথায় রেখেই ঘুঁটি সাজাচ্ছেন হরমনপ্রীত কৌর ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মালয়েশিয়ার বিরুদ্ধে সুযোগ দেওয়া হতে পারে কিরণকে।

বাংলাদেশের পিচে স্পিনাররা সাহায্য পাবেন এমনটাই প্রত্যাশিত। প্রথম ম্যাচে বিশেষজ্ঞ পেসার হিসেবে একমাত্র রেনুকা সিং ঠাকুরকে রেখেছিল ভারত। পেস বোলিং অলরাউন্ডার পূজা বস্ত্রকার ছিলেন। মালয়েশিয়ার বিরুদ্ধে স্পিন বোলিংকেই হাতিয়ার করতে চলেছে ভারত। তেমনই ব্যাটিং অর্ডারেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে। বড় দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা নেই। মালয়েশিয়া ব্যাটিংয়ে একমাত্র এলসা হান্টার দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। ৫১ বলে ২৯ রান করেন তিনি। বোলিংয়ে নজর কেড়েছেন মাহিরা ইসমাইল। ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।