T20 World Cup 2022: ওয়াইড ইয়র্কারে ছয়গুলো কী ভাবে! রহস্যভেদ সূর্যর

Suryakumar Yadav: চাপের মুখে এমন ব্যাটিং কী ভাবে সম্ভব। স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ নিয়ে সূর্য বলছেন...

T20 World Cup 2022: ওয়াইড ইয়র্কারে ছয়গুলো কী ভাবে! রহস্যভেদ সূর্যর
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2022 | 5:24 PM

অ্যাডিলেড : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) এখনও অবধি ভারতীয় (Team India) দলে নায়ক দু-জনই। বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। বিরাট কোহলি বড় মঞ্চের বড় প্লেয়ার এ বিষয়ে কোনও সন্দেহ থাকার কথাও নয়। বিশ্বক্রিকেট মেতে তরুণ প্রতিভা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটিংয়ে। বিশেষত তাঁর কিছু শট যেন ফিজিক্স-র সূত্রের বাইরে! সুপার টুয়েলভ পর্বের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ বলে ছয়টা মনে পড়ছে! ওয়াইড ইয়র্কার। সূর্য শুধুমাত্র সামনের পা বের করলেন। বলটি মারলেন থার্ডম্যান বাউন্ডারিতে। সেটি চার হল না ছয়, জানার অপেক্ষাও করেননি। এতটাই আত্মবিশ্বাসী ছিলেন, রান নেওয়ার জন্যও দৌড়োননি। এক বার সেই শট মেরেছে তা কিন্তু নয়। এই লেখা পড়ার সময়ও হয়তো অনেকের চোখের সামনে ভাসবে ম্যাচে ওয়াইড ইয়র্কার গুলো সূর্য কী ভাবে অবলীলায় ফাইনলেগে খেলছিলেন। তাঁকে যেন ৩৬০ ডিগ্রি বলাটাও কম। কী ভাবে খেলা সম্ভব এই শট! সূর্য নিজেই তার রহস্য ভেদ করলেন। তুলে ধরল Tv9Bangla

বিশ্বের কিংবদন্তি ব্যাটাররাও মুগ্ধ সূর্যর ব্যাটিংয়ে। প্রাক্তন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন, এমনকি সুনীল গাভাসকরের মতো কিংবদন্তির প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন সূর্য। সেই শটগুলির রহস্যভেদকরলেন সূর্যকুমার যাদব নিজেই। স্টার স্পোর্টসের শো-য়ে কথা বলেছেন সূর্য। তাঁর সাক্ষাৎকারের অংশ পাঠানো হয়েছে টিভি নাইন বাংলাকেও। সূর্য বলছেন, ‘আগে বুঝতে হবে, সে সময় বোলার কেমন বল করতে চাইছে। অনেক ক্ষেত্রেই সেটা আগে থেকে বোঝা যায়। আমি যখন রাবার বলে ক্রিকেট খেলতাম, এই শট বহু মেরেছি। সে সময় নিজেকে বোলারের মতো করে ভাবতে হবে। কেমন ফিল্ডিং সাজানো হয়েছে সেটা দেখেও আন্দাজ করা যায়। আমি শুধু নিজের উপর ভরসা রেখেছিলাম। পিছনের দিকে বাউন্ডারিও বড় ছিল। আমি যে খানে দাঁড়িয়ে ব্যাট করছি, ৬০-৬৫ মিটার দূরত্বে বাউন্ডারি, বোলার যে গতিতে বল করছে, আমি সেটাকে কাজে লাগিয়ে শট খেলার চেষ্টা করেছি। ব্যাটের সুইট স্পটে লেগে তা বাউন্ডারি পেরিয়েছে।’

চাপের মুখে এমন ব্যাটিং কী ভাবে সম্ভব। স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ নিয়ে সূর্য বলছেন, ‘ব্যাটিংয়ে নেমে আমি শুরুতেই কয়েকটা বাউন্ডারি মারার চেষ্টা করি। যদি সেটা নাও পারি, সে সময় রানিং বিটউইন দ্য উইকেটে জোর দিই। বিরাট কোহলির সঙ্গে ব্যাট করতে হলে, প্রচন্ড দৌড়তে হবে এটাই স্বাভাবিক। আমি সেটা যেমন চেষ্টা করি, নজর থাকে গ্যাপ বের করে সে দিকেই খেলতে। সেই মুহূর্তে আমাকে কী ধরনের শট খেলতে হবে, তাও পরিকল্পনার মধ্যে থাকে। আমার বেশিরভাগ শটই, সুইপ-কভারের উপর শট এবং কাট। সেই শটগুলিতে সাফল্য পেলে, পরবর্তী পরিকল্পনা অনুযায়ী ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করি।’