ICC T20 Rankings: ‘সম্রাট’ বাবরের মুকুট কাড়তে প্রস্তুত ভারতের সূর্য

শীর্ষস্থানে থাকা বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন চলতি এশিয়া কাপে দুরন্ত ছন্দে থাকা সূর্য। যা পরিস্থিতি তাতে এশিয়া কাপে রবিবারের ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচেই টি-২০ ক্রমতালিকার শীর্ষস্থান দখল করতে পারেন ভারতীয় ব্যাটার।

ICC T20 Rankings: 'সম্রাট' বাবরের মুকুট কাড়তে প্রস্তুত ভারতের সূর্য
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 6:04 PM

দুবাই: সূর্য বনাম বাবর আজম। আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখলের লড়াইয়ে বাবর আজমের সঙ্গে জোর টক্কর ভারতীয় দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। শীর্ষস্থানে থাকা বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন চলতি এশিয়া কাপে দুরন্ত ছন্দে থাকা সূর্য। যা পরিস্থিতি তাতে এশিয়া কাপে রবিবারের ভারত-পাকিস্তান (India vs Pakistan) সুপার ফোরের ম্যাচেই টি-২০ ক্রমতালিকার শীর্ষস্থান দখল করতে পারেন ভারতীয় ব্যাটার। ছিটকে দিতে পারেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে (Babar Azam)

২০২১ সালের মার্চ মাসে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয় সূর্যকুমারের। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে প্রবেশ। তখন থেকেই এই টি-২০ স্পেশালিস্ট ব্যাটারের লক্ষ্য আইসিসি ব়্যাঙ্কিংয়ের সিংহাসন। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পিছনে ফেলে দেশের সেরা টি-২০ ব্যাটার হতে SKY নিয়েছেন ৫০৬ দিন। ২৫টি ম্যাচ খেলে রান সংখ্যা ৭৫৮। গড় ৪০। স্ট্রাইক রেট ১৭৯। মোট ২৩টি ইনিংসে একটি সেঞ্চুরি এবং সাতটি অর্ধশতরান।

কীভাবে বাবরকে সিংহাসনচ্যুত করতে পারেন সূর্যকুমার?

  • ৮১৮ পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিং টেবিলের শীর্ষস্থানে বাবর আজম।
  • ৭৯৬ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন মহম্মদ রিজওয়ান।
  • তৃতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার, এই মুহূর্তে পয়েন্ট ৭৯২
  • রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একটা বড়সড় ইনিংস খেলতে পারলেই পাকিস্তানের দুই ওপেনারকে টপকে শীর্ষস্থানে চলে যেতে পারেন সূর্য।
  • একই সঙ্গে এশিয়া কাপে বাবর ও রিজওয়ানকে ব্যর্থ হতে হবে।
  • রবিবার যদিও না হয়, সেক্ষেত্রে সুপার ফোরের পরের ম্যাচে লক্ষ্যে পৌঁছে যেতে পারেন সূর্য।

আইসিসি টি-২০ ব়্যাঙ্কিং কীভাবে নির্ধারিত হয়?

  • দ্বিতীয় ইনিংসে যে ব্যাটার বেশি রান করবেন তাঁর পয়েন্ট বেশি। একইসঙ্গে অর্ধশতরান ও শতরানের উপর নির্ভর করছে পয়েন্ট।
  • যে ব্যাটার ম্যাচের কঠিন মুহূর্তে রান করতে পারবে, তারাই রেটিং পয়েন্ট বেশি পাবেন।
  • লো স্কোরিং ম্যাচে ব্যাটাররা সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পায়।
  • ম্যাচে দলের মধ্যে সর্বোচ্চ স্কোর করতে পারলে এবং সেই ম্যাচ টিম জিতে গেলে ব্যাটারদের ঝুলিতে আসে বেশি রান।
  • এই কৃতিত্ব যদি শক্তিশালী দলের বিরুদ্ধে হয় সেক্ষেত্রে পাওয়া যায় বোনাস পয়েন্ট।
  • অপরাজিত থাকলে পাওয়া যায় বোনাস পয়েন্ট।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ অভিষেকে জোফ্রা আর্চারের বলে নটরাজ শটে ছয় হাঁকিয়েছিলেন সূর্য। তারপর থেকে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। চলতি এশিয়া কাপ এবং আসন্ন টি-২০ বিশ্বকাপে সূর্যকুমার মেন ইন ব্লু-র সম্পদ। ব্যাটিং অর্ডারের ৩, ৪, ৫ এবং ৬ বা ৭ নম্বরে নেমে ফিনিশারের ভূমিকা পালন করতে স্বচ্ছন্দ।