T20 World Cup 2021 Pakistan vs Australia Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাওয়া যাবে এ বারের টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ফাইনালিস্টকে।

T20 World Cup 2021 Pakistan vs Australia Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2021 | 9:25 AM

দুবাই: আজ, বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে (Semi Final) মুখোমুখি হতে চলেছে বাবর আজমের পাকিস্তান (Pakistan) এবং অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia)। সুপার-১২ (Super 12)-এ এর পাঁচটে ম্যাচেই জিতেছে পাকিস্তান। সেমিফাইনালে পৌঁছনো প্রথম দলও তারাই। অন্যদিকে অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের ৪টি ম্যাচে জিতেছে। আন্তর্জাতিক টি-২০ (T-20) ক্রিকেটে মোট ২২ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৩ বার জিতেছে পাকিস্তান এবং ৯ বার জিতেছে অস্ট্রেলিয়া। ফলে হেড টু হেডের দিকে দেখতে হলে নজরে পড়বে পাল্লা ভারি পাকিস্তানেরই। টি-২০ বিশ্বকাপের মঞ্চে ৬ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের যার মধ্যে ৩ বার করে জিতেছে দুই দলই। ফলে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নজর থাকবে কোন দল আজ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায়।

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি কবে হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) হবে।

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি কোথায় হবে?

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে টি-২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টায় টস হবে।

কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং?

টি-২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।

আরও পড়ুন: T20 World Cup 2021: শাহিনকে সামনালোর ছক কষলেও, স্টার্ক-কামিন্সেও আস্থা রাখছেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ

আরও পড়ুন: T20 World Cup 2021: ফাইনালে তোলা মিচেলে মুগ্ধ উইলিয়ামসন

আরও পড়ুন: T20 World Cup 2021: মিচেল ঝড়ে বিশ্বকাপের মঞ্চে মধুর বদলা নিউজিল্যান্ডের