T20I Rankings: টি ২০ ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করল ভারত

Team India: এই সিরিজ জয়ের ফলে ২৬৮ রেটিং পয়েন্ট হল ভারতের। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান গড়ল ভারত।

T20I Rankings: টি ২০ ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করল ভারত
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2022 | 5:06 PM

দুবাই : বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ জয়। আইসিসি ক্রমতালিকায় (T20I Rankings) শীর্ষস্থান আরও মজবুত করল ভারতীয় দল (Team India)। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের (England) থেকে ৭ রেটিং পয়েন্ট এগিয়ে রইল ভারত। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে হার। ২০৮ রানের বিশাল স্কোর গড়েও ডিফেন্ড করতে পারেনি ভারতীয় দল। নাগপুরে দ্বিতীয় ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা ছিল। প্রবল বৃষ্টি। মাঠ ভেজা থাকায় সমস্যায় পড়েছিলেন আম্পায়াররাও। শেষ অবধি আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। তাও মাত্র ৮ ওভারের। টসে জিতে অজিদের ব্যাট করতে পাঠায় ভারত। ৯১ রানের লক্ষ্য তাড়া করে রোহিত শর্মার অপরাজিত ৪৬ রানের ইনিংসে জেতে ভারত।

গত কাল রবিরার হায়দরাবাদে সিরিজের নির্ণায়ক ম্যাচ ছিল। টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। অস্ট্রেলিয়ার বিধ্বংসী শুরুতে কিছুটা চাপে ছিল ভারতীয় শিবির। ১৫ ওভারে অস্ট্রেলিয়াকে ১২৩-৬ আটকে রাখলেও স্লগ ওভারে ৬৩ রান। ১৮৬ এর বড় স্কোর গড়ে অজিরা। পাওয়ার প্লে-তে দুই ওপেনারের উইকেট হারায় ভারত। তবে বিরাট কোহলি-সূর্যকুমার যাদবের বিধ্বংসী জুটি ভারতের মঞ্চ গড়ে দেয়। ম্যাচ ফিনিশ করেন হার্দিক পান্ডিয়া। ১ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় এবং ২-১ এ সিরিজ জেতে ভারত। আইসিসি ক্রমতালিকায় টি ২০ তে ভারত শীর্ষে রয়েছে। এই সিরিজ জয়ের ফলে ২৬৮ রেটিং পয়েন্ট হল ভারতের। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান গড়ল ভারত।

দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ২৬১। রবিবার ইংল্যান্ডের ম্যাচ ছিল। অল্পের জন্য পাকিস্তানের কাছে হেরেছে তারা। পাকিস্তান সফরে ৭ ম্যাচের টি ২০ সিরিজ এখন সমতায়। পাকিস্তান, ইংল্যান্ড দুটি করে ম্যাচ জিতেছেন। রবিবার মাত্র তিন রানে হেরেছে ইংল্যান্ড। এই সিরিজে এখনও তিন ম্যাচ বাকি। তেমনই ভারতীয় দল টি ২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজও খেলবে। ব়্যাঙ্কিং পয়েন্টে আরও অনেক ওঠা নামা হবে বলাই যায়। ভারতের কাছে হারায় ১ রেটিং পয়েন্ট হারিয়েছে অস্ট্রেলিয়া।

RANKING