T20 World Cup 2022: ১২ বছরের ট্রফির খরা কি কাটাতে পারবে বাটলারের ইংল্যান্ড?

২২ অক্টোবর মহম্মদ নবির আফগানিস্তানের বিরুদ্ধে এ বারের টি২০ বিশ্বকাপ অভিযানে নামবে জস বাটলারের ইংল্যান্ড।

T20 World Cup 2022: ১২ বছরের ট্রফির খরা কি কাটাতে পারবে বাটলারের ইংল্যান্ড?
T20 World Cup 2022: ১২ বছরের ট্রফির খরা কি কাটাতে পারবে বাটলারের ইংল্যান্ড?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2022 | 9:00 AM

মেলবোর্ন: গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পুনরাবৃত্তি এ বার কোনওভাবেই চাইবে না ইংল্যান্ড (England) শিবির। ২০২১ সালের টি২০ বিশ্বকাপের সেমি ফাইনালে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করেছিলেন ইওন মর্গ্যানরা। সেই বিশ্বকাপের পর ইংল্যান্ড শিবিরে অনেক কিছু বদলে গিয়েছে। কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। নতুন কোচের অধীনে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই খেলছে ইংল্যান্ড। ২০১০ সালে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এর পর পেরিয়ে গিয়েছে ১২ বছর। কিন্তু টি২০ বিশ্বকাপ ট্রফির স্বাদ আর পায়নি ইংল্যান্ড। জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড কি পারবে ১২ বছরের ট্রফির খরা কাটাতে? ইংল্যান্ড দলের বর্তমান পরিস্থিতি তুলে ঘরল TV9Bangla

২২ অক্টোবর মহম্মদ নবির আফগানিস্তানের বিরুদ্ধে এ বারের টি২০ বিশ্বকাপ অভিযানে নামবে জস বাটলারের ইংল্যান্ড। দলের পরিস্থিতি পাল্টেছে। ইংল্যান্ড এখনও চ্যাম্পিয়ন হতে পারে। বাটলারদের গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান রয়েছে। বেন স্টোকস, মইন আলিদের সেমিফাইনালে পৌঁছতে হলে সামনে কড়া চ্য়ালেঞ্জ অপেক্ষা করছে।

টি২০ ক্রিকেটে খেলা প্রথম দল ইংল্যান্ড। তবে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে তাদের দু’টি সংস্করণ লেগেছিল। ২০১০ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজে সে বছর বসেছিল বিশ্বকাপের আসর। এ বারের বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে ২০১০ সালে হারিয়েছিল ইংল্যান্ড।

মট কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর পর ২-১ ব্যবধানে টি২০ সিরিজ হেরে যায় ইংল্যান্ড। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ৭ ম্যাচের টি২০ সিরিজে ৪-৩ ব্যবধানে জেতে ইংল্যান্ড। এরপর অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারায় মটের ছেলেরা। এ বার বিশ্বকাপে দাপট দেখানোর পালা।

ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। টি২০ ক্রিকেটে অধিনায়ক জস বাটলারের চেয়ে বিধ্বংসী ব্যাটার আর ক’জনই বা আছেন! অ্যালেক্স হেলস, মালান, হ্যারি ব্রুক, মইন আলি, স্যাম কারান, বেন স্টোকস সকলেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। বোলিংয়ে ভরসা দেওয়ার জন্য রয়েছেন ক্রিস ওকস, স্যাম কারান, মইন আলি, আদিল রশিদের মতো ক্রিকেটাররা। ধারে ভারে ইংল্যান্ডকে পিছিয়ে রাখা যায় না। এ বারের টি২০ বিশ্বকাপে কি তা হলে শিকে ছিড়বে ইংল্যান্ডের?