India’s T20 World Cup Jersey: ভারতীয় দলের ব্র্যান্ড নিউ জার্সির উন্মোচন, পোস্টার থেকে উধাও বিরাট!

কিছুদিন আগেই টিম ইন্ডিয়ার নতুন জার্সির টিজার লঞ্চ হয়েছিল। তখনই বোঝা গিয়েছিল, এবারের টি-২০ বিশ্বকাপে ফিরতে চলেছে আকাশি নীল নস্ট্যালজিয়া। আজ জার্সি প্রকাশ্যে এসেছে। দেখুন তো কেমন হল বিরাট-রোহিতদের নতুন জার্সি।

India's T20 World Cup Jersey: ভারতীয় দলের ব্র্যান্ড নিউ জার্সির উন্মোচন, পোস্টার থেকে উধাও বিরাট!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2022 | 2:30 AM

মুম্বই: অস্ট্রেলিয়ায় আগামী মাসে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য নতুন জার্সি লঞ্চ করল টিম ইন্ডিয়া। মুম্বইয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে বিসিসিআইয়ের আধিকারিকরা কিট পার্টনার এমপিএলের তরফে মুম্বইয়ে ব্র্যান্ড নিউ জার্সি (Team India’s New Jersey) উন্মোচন করেছে। কিছুদিন আগেই টিম ইন্ডিয়ার নতুন জার্সির টিজার প্রকাশ্যে আসে। তখনই বোঝা গিয়েছিল, এবারের টি-২০ বিশ্বকাপে ফিরতে চলেছে আকাশি নীল নস্ট্যালজিয়া। আজ জার্সি প্রকাশ্যে এসেছে। এবারের জার্সি গতবারের মতো গাঢ় নীল নয়। আবার পুরোটা আকাশি নীলও নয়। জার্সিতে দু’রকম শেডস রয়েছে। কাঁধ থেকে হাত পর্যন্ত গাঢ় নীল। এছাড়া বিসিসিআইয়ের (BCCI) লোগোর উপরে তিনটি তারা রয়েছে। তিনটি বিশ্বকাপ জয়ের চিহ্ন সেটি। ১৯৮৩ ও ২০১১ সালের ওয়ান ডে এবং ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ।

২০২১ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কিট পার্টনার ছিল এমপিএল। সেবার মেন ইন ব্লু-র জার্সির রঙ রাখা হয়েছিল গাঢ় নীল। মাঝেমধ্যে হালকা সাদা রঙের তরঙ্গ দেওয়া হয়েছিল। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ভারতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স আগে কখনও দেখা যায়নি। বাজে পারফরম্যান্সের কারণে নকআউট পর্ব থেকেই কাপ জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। এবারের বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। জার্সি উন্মোচনের কিছুদিনের আগে এমপিএলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি টিজার প্রকাশ করা হয়। ভিডিওতে ক্যাপ্টেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়াররা ফ্যানদের কাছে জার্সি ডিজাইন, রঙ নিয়ে মতামত চান। রবিবাসরীয় সন্ধ্যায় যে জার্সিটি প্রকাশ্যে এল, সমর্থকদের তা ভীষণ পছন্দ হয়েছে। বিসিসিআই টুইটারে নয়া জার্সির পোস্টারের ক্যাপশনে লিখেছে, “সব ক্রিকেট ফ্যানদের বলছি, এটা তোমাদের জন্য। এমপিএলের ওয়ান ব্লু জার্সি। হর ফ্যান কি জার্সি।”

এদিকে নতুন জার্সি লঞ্চের প্রাথমিক পোস্টারেও রয়েছে চমক। টিম ইন্ডিয়ার তারকা বলতে প্রথমেই যে দুটি নাম আসে তা হল বিরাট কোহলি ও রোহিত শর্মা। ক্যাপ্টেন রোহিত পোস্টারে স্বমহিমায় বিরাজ করছেন। যদিও সেখানে দেখা মেলেনি প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। পোস্টারে কোহলির অনুপস্থিতি অনুরাগীদের কিছুটা আশাহত করেছে। রোহিতের পাশাপাশি রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব। পোস্টারে রয়েছেন মহিলা দলের ক্রিকেটাররাও। অধিনায়ক হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মা এবং রেণুকা সিং।