India A vs New Zealand A: শার্দূলের চার উইকেট, জিতল ভারত ‘এ’

Sanju Samson: বিশাল ছয় মেরে ম্যাচ জেতান সঞ্জু। ৩২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। এর মধ্যে মাত্র ১টি বাউন্ডারি এবং ৩টি ছয় মারেন সঞ্জু।

India A vs New Zealand A: শার্দূলের চার উইকেট, জিতল ভারত 'এ'
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2022 | 7:22 PM

চেন্নাই : দুই মিডিয়াম পেসার শার্দূল ঠাকুর (Shardul Thakur) এবং কুলদীপ সেনের অনবদ্য পারফরম্যান্স। নিউজিল্যান্ড এ (India A vs New Zealand A) দলের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে তে ৭ উইকেটের বড় জয় ভারত এ দলের। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারত এ দলের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। সকালের আবহাওয়া ভালোবাবেই কাজে লাগায় ভারতের পেস জুটি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রচুর অভিজ্ঞতা রয়েছে শার্দূল ঠাকুরের। তাঁর বোলিং সঙ্গী কুলদীপ সেন আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ। গত আইপিএলে সীমিত সুযোগে দারুণ পারফর্ম করেছেন। এই জুটিই চাপে ফেলে নিউজিল্যান্ড এ দলকে। অষ্টম ওভারের মধ্যেই মাত্র ২৭ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড এ দল।

তৃতীয় ওভারে নিউজিল্যান্ড ওপেনা শ্যাড বোয়েসকে বোল্ড করে প্রথম ধাক্কা শার্দূলের। পঞ্চম ওভারে ফের উইকেট। এবারও শার্দূল। পরের ওভারেই ডেন ক্লেভারকে ফেরান কুলদীপ সেন। মাত্র ২৭ রানে ৫ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো কঠিন। ৪০.২ ওভারে ১৬৭ রানেই অলআউট নিউজিল্যান্ড এ দল। শেষ দিকে মাইকেল রিপন ১০৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন। জো ওয়াকরের ৩৬ রানে দেড়শোর গণ্ডি পেরোয়া নিউজিল্যান্ড এ দল।

রান তাড়ায় বিধ্বংসী শুরু করে পৃথ্বী শ-ঋতুরাজ গায়কোয়াড় জুটি। প্রথম জন অবশ্য সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। অষ্টম ওভারে পৃথ্বী ফেরেন মাত্র ১৭ রানেই। ঋতুরাজ ৫৪ বলে ৪১ রানের ইনিংস খেলেন। সম্প্রতি জাতীয় দলে ডাক পাওয়া রাহুল ত্রিপাঠী ৩১ রান করেন। অধিনায়ক সঞ্জু স্যামসন-রজত পাতিদার জুটি ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। রজত পাতিদার ৪১ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। বিশাল ছয় মেরে ম্যাচ জেতান সঞ্জু। ৩২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। এর মধ্যে মাত্র ১টি বাউন্ডারি এবং ৩টি ছয় মারেন সঞ্জু। ম্যাচ শেষে শার্দূল ঠাকুর জানান, নিউজিল্যান্ড পাওয়ার প্লেতে পাঁচ উইকেট হারানোয় অবাক হয়েছেন। বলেন, ‘ম্যাচ শুরু হয়েছে ৯ টায়। ফলে আবহাওয়া পেসারদের জন্য কিছুটা হলেও সুবিধাজনক। আমরা তা কাজে লাগাতে পেরেছি।’

সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড এ ১৬৭-১০, ৪০.২ ওভার (মাইকেল রিপন ৬১, শার্দূল ঠাকুর ৪-৩২, কুলদীপ সেন ৩-৩০)। ভারত এ ১৭০-৩, ৩১.৫ ওভার (রজত পাতিদার ৪৫*, ঋতুরাজ গায়কোয়াড় ৪১, সঞ্জু স্যামসন ২৯*)। ভারত এ ৭ উইকেটে জয়ী।