Vinod Rai Book: বিরাট কোহলি আর অনিল কুম্বলের মধ্যে কোনও ঝামেলা ছিল না: বলছেন বিনোদ রাই

বিতর্ক চরমে উঠতে আসরে নামলেন বিনোদ রাই। তাঁর সদ্য প্রকাশিত বইয়ে লিখেছেন এমন কিছু, যা বিরাট-কুম্বলে সম্পর্কের ফাটলের ইঙ্গিত দিয়েছিল। বিনোদ রাই সে সব উড়িয়ে দিলেন।

Vinod Rai Book: বিরাট কোহলি আর অনিল কুম্বলের মধ্যে কোনও ঝামেলা ছিল না: বলছেন বিনোদ রাই
প্রাক্তন অধিনায়ক ও কোচ Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2022 | 9:30 AM

নয়াদিল্লি: গত চারদিন ধরে একটাই প্রশ্ন ঘুরছে ভারতীয় ক্রিকেটের অলিন্দে, ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) ও কোচ অনিল কুম্বলের (Anil Kumble) মধ্যে ঠিক কী হয়েছিল? পুরো টিম প্রাক্তন কোচের বিরুদ্ধে এককাট্টা হয়ে গিয়েছিল। তিনি কড়া শৃঙ্খলায় পুরো টিমকে রাখতে চেয়েছিলেন। যা একেবারেই মানতে চাননি ভারতীয় টিমের ক্রিকেটাররা। বিপ্লব হয়েছিল কুম্বলের বিরুদ্ধে। ২০১৬ সালে ভারতের কোচ হয়েছিলেন কুম্বলে। বিরাট কোহলি তখন নাকি বলেছিলেন, কুম্বলে যে ভাবে দল চালাচ্ছেন, তাতে টিমের জুনিয়র ক্রিকেটাররা ভয় পেয়ে যাচ্ছেন। আর এ সব পুরনো কথা আবার নতুন করে তুলে ধরেছেন সেই সময়কার বিসিসিআইয়ের প্রশাসনিক প্রধান বিনোদ রাই (Vinod Rai)। তাঁর সদ্য প্রকাশিত বই নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। ভারতীয় টিমের কোচের পদ থেকে সরে দাঁড়ানো ছাড়া আর কোনও উপায় ছিল না প্রাক্তন কিংবদন্তি লেগস্পিনারের।

বিনোদ রাই কিন্তু পুরো বিতর্ক নিয়ে যা বলছেন, তাতে বিরাট ও কুম্বলের মধ্যে কোনও দূরত্ব তৈরি হয়নি। ‘বিরাট কোহলি ও অনিল কুম্বলের মধ্যে কোনও দূরত্ব তৈরি হয়নি। যা বলা হচ্ছে তা ঠিক নয়। আমি যা লিখেছি তার অর্থ হল, তখনকার কোচ অনিল কুম্বলের চুক্তি নবীকরণের সময় বিরাট বলেছিল, টিমের জুনিয়ররা ওর কোচিংয়ে খুব একটা স্বস্তিতে নেই। তার কারণ কুম্বলের শৃঙ্খলা। এর জন্য বিরাট আর কুম্বলের মধ্যে কোনও দূরত্ব তৈরি হয়নি। এই রকম কোনও তথ্য কিন্তু আমি আমার বইয়ে তুলে ধরিনি।’

কোচ বাছার দায়িত্বে বিনোদ রাই ছিলেন না। তাও পরিষ্কার করে দিয়েছেন। তাঁর কথায়, ‘কুম্বলেকে কোচ রেখে দেওয়ার ব্যাপারে বোর্ড কিন্তু বিরাটকে রাজি করানোর চেষ্টা করেনি। তা ছাড়া কোচ কে হবে, তা কিন্তু ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ঠিক করেছিল। সিএসি-ই বেছেছিল কুম্বলেকে। সচিন, সৌরভ, লক্ষ্মণের মতো ক্রিকেটাররা ওই কমিটিতে ছিল। ওরাই কিন্তু বিরাট ও কুম্বলের সঙ্গে কথা বলেছিল। আমরা বলিনি। কুম্বলে যে অনেক বড় কোচ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দুর্ভাগ্য যে ও মাত্র এক বছরের জন্য ভারতীয় টিমের কোচিং করিয়েছিল। একমাত্র সিএসি-ই পারত ওকে কোচ রেখে দিতে। এর মধ্যে বিরাট-কুম্বলে বিতর্ক বলে কিছু নেই।’

আরও পড়ুন : Europa Cup: বার্সেলোনার বিরুদ্ধে বিশ্বমানের গোল জার্মান মিডিওর