IPL 2022: ভারতের সব ফর্ম্যাটের উপযুক্ত ক্রিকেটার তিলক ভার্মা, কে বলছেন এমন কথা?

প্রতিভা যখন মঞ্চে পা দেয়, সাফল্য়ে মোহিত করে দেয়। কিন্তু প্রতিভা চিনে নেওয়াটাও যে বড় ব্যাপার, তা অস্বীকার করা যায় না। আর সেই বেশ কয়েক বছর ধরে করে আসছেন রোহিত শর্মা। মুম্বই ক্যাপ্টেনের ভূমিকাও প্রশংসা পাচ্ছে।

IPL 2022: ভারতের সব ফর্ম্যাটের উপযুক্ত ক্রিকেটার তিলক ভার্মা, কে বলছেন এমন কথা?
তিলক বর্মা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2022 | 8:30 AM

মুম্বই: এ বারের আইপিএলে (IPL 2022) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) কার্যত কিছুই করতে পারেনি। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা টানা হারের ধাক্কায় প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে অনেক আগেই। টিম সাফল্য না পেলেও মুম্বইয়ের এক ক্রিকেটারকে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। যে ম্যাচেই নেমেছেন, নিজের প্রতিভা চিনিয়েছেন। টিমকে টানার চেষ্টা করেছেন। মাত্র ১৯ বছর বয়সে এতটা পরিণত বোধ আইপিএলের দুনিয়াও বোধহয় আশা করেনি। কিন্তু তিনি করেছিলেন। না হলে কি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো ক্রিকেট বিশেষজ্ঞ মুগ্ধতা প্রকাশ করেন তাঁকে নিয়ে। উনিশেই জেল্লা দেখানো এই তিনি কে? তিলক ভার্মা (Tilak Varma)। ১২ ম্যাচে ৩৬৮ রান করে ফেলেছেন। সুযোগ পেলে যে নিজেকে মেলে ধরতে পারেন, মনে হচ্ছে সানিরও।

তিলককে নিয়ে সানি বলেছেন, ‘ছেলেটার টেম্পারমেন্টটা খুব ভালো। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওর ইনিংসটা দুরন্ত ছিল। যখন ব্যাট করতে এসেছিল, তখন টিম প্রবল তাপে। কিন্তু যে ভাবে সেটা সামলে খুচরো রান নিয়ে নিজের ইনিংসটা সাজিয়েছিল, খুব ভালো লেগেছিল। মাঠের চারদিকে শট নেওয়ার পাশাপাশি ও স্ট্রাইক রোটেট করছিল। এর থেকেই বোঝা যায়, ওর কাঁধের উপর একটা চমৎকার ক্রিকেটীয় মাথা আছে। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়। সেটা যদি কারও থাকে, কঠিন সময়েও সে নিজেকে মেলে ধরতে পারে। নিজের খামতিগুলো বুঝতে পারে। দ্রুত ফিরতে পারে রানে।’

প্রতিভা যখন মঞ্চে পা দেয়, সাফল্য়ে মোহিত করে দেয়। কিন্তু প্রতিভা চিনে নেওয়াটাও যে বড় ব্যাপার, তা অস্বীকার করা যায় না। আর সেই বেশ কয়েক বছর ধরে করে আসছেন রোহিত শর্মা। মুম্বই ক্যাপ্টেনের ভূমিকাও প্রশংসা পাচ্ছে গাভাসকরের। রোহিত একই সঙ্গে বলেছেন, দেশের হয়ে সব ফর্ম্যাটে খেলা উচিত তিলকের। সানি বলছেন, ‘তিলককে নিয়ে রোহিত একদম ঠিক কথা বলেছে। ভারতের হয়ে সব ফর্ম্যাটে খেলা উচিত তিলকের। এ বার বাকিটা তিলকের উপর। ওকে এ বার বাড়তি খাটতে হবে। ফিটনেসের উপর জোর দিতে হবে। টেকনিক নিয়ে কাজ করতে হবে। যাতে প্রমাণ করতে পারে, রোহিত ভুল বলেনি। একটা কথা বলতে হবে তিলককে নিয়ে, ওর বেসিকটা ঠিকঠাক আছে। সোজা ব্যাটে খেলে। বলের পিছনে আসতে পারে। ডিফেন্স করার সময় ব্যাট-প্যাডে ফাঁক থাকে না। বেসিকের সঙ্গে টেম্পারমেন্টের সম্পর্ক গভীর হলে সাফল্য আসে। সেটাই এখন দেখাচ্ছে তিলক।’

আরও পড়ুন: Sachin Tendulkar: ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে সচিনের দুই দশক পার