পিছন থেকে ছুরি মারা হচ্ছে ল্যাঙ্গারকে, বলছেন খোয়াজা

Usman Khawaja on Justin Langer: খোয়াজা অস্ট্রেলিয়া টিমের আসল কারণটা তুলে ধরার পরও কি বিতর্ক মিটবে?

পিছন থেকে ছুরি মারা হচ্ছে ল্যাঙ্গারকে, বলছেন খোয়াজা
পিছন থেকে ছুরি মারা হচ্ছে ল্যাঙ্গারকে, বলছেন খোয়াজা (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 2:29 PM

সিডনি: জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer) ইস্যুতে নয়া মোড়। ওপেনার উসমান খোয়াজা (Usman Khawaja) বলে দিলেন, টিমেরই প্লেয়াররা পিছন থেকে ছুরি মারছে অস্ট্রেলিয়া কোচকে।

বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর অজি কোচকে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যা মেটাতে আসরে নেমেছিল বোর্ড। ল্যাঙ্গারকে নিয়ে টিমের সিনিয়রদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন কর্তারা। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। বিতর্ক এখনও চলছে। এরই মধ্যে আবার খোয়াজার মন্তব্য বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।

খোয়াজা নিজের ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ‘খুব ভালো করে বুঝতে পারছি, এই মুহূর্তে জাস্টিন ল্যাঙ্গারের কী অনুভূতি হচ্ছে। ওঁর নিশ্চয় মনে হচ্ছে, টিমই তাঁকে পিছন থেকে ছুরি মারছে। সত্যি বলতে কী, যা ঘটনা দেখছি, তাই মনে হচ্ছে। আর এটা কিন্তু যে কোনও কোচের কাছেই খুব হতাশাজনক।’

কেন এমন মনে হচ্ছে খোয়াজার? টিমের ধারাবাহিক ব্যর্থতার দায় শুধু চাপিয়ে দেওয়া হচ্ছে কোচের উপর। যা একেবারেই মেনে নিতে পারছেন না তিনি। খোয়াজার কথায়, ‘এমন নয় যে, কোচই যাবতীয় ব্যর্থতার দায় সব সময় মাথায় নবে। টিম খেলতে পারছে না। এইরকম ঘটনায় কখনও সখনও কিন্তু প্লেয়ারদের এগিয়ে দায় নেওয়া উচিত। যেটা হচ্ছে না।’

ল্যাঙ্গার বিতর্কে খোয়াজার মনোভাব স্পষ্ট। ‘কোচ কিন্তু ক্রিকেটের প্রতি দায়বদ্ধ। অস্ট্রেলিয়া ক্রিকেটকে অত্যন্ত ভালোবাসেন। সেই কারণেই নিজের টিমকে সেরা দেখতে চান। সঠিক দিকে টিমকে নিয়ে যেতে চান, যাতে সাফল্য আসে, ধারাবাহিক পারফর্ম করতে পারে প্লেয়াররা। স্যান্ডপেপার গেট বিতর্কের পর কিন্তু এ ভাবেই টিমকে ঘুরে দাঁড় করিয়েছিলেন। একটা খারাপ দিক হয়তো, উনি খুবই আবেগপ্রবণ মানুষ। সেটুকু বাদ দিলে কিন্তু ক্রিকেটই সব ল্যাঙ্গারের কাছে।’

খোয়াজা অস্ট্রেলিয়া টিমের আসল কারণটা তুলে ধরার পরও কি বিতর্ক মিটবে? সে আশা কমই দেখছে ওয়াকিবহালমহল।

আরও পড়ুন: বাংলাদেশের কাছে সিরিজ হেরে সংঘাতে জড়ালেন ল্যাঙ্গার