Virat Kohli: বিরাটের মুকুটে জুড়ল আইসিসির সেরার পুরস্কার

পুরনো ছন্দ ফিরে পাওয়ার পর, এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো খেলার জন্য আরও এক পুরস্কার পেলেন কোহলি।

Virat Kohli: বিরাটের মুকুটে জুড়ল আইসিসির সেরার পুরস্কার
Virat Kohli: বিরাটের মুকুটে জুড়ল আইসিসির সেরার পুরস্কারImage Credit source: ICC Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2022 | 4:41 PM

দুবাই: চলতি টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) দারুণ ছন্দে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। পুরনো ছন্দ ফিরে পাওয়ার পর, এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো খেলার জন্য আরও এক পুরস্কার পেলেন কোহলি। আইসিসির (ICC) পক্ষ থেকে সদ্য প্রকাশিত হয়েছে অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের নাম। সেই পুরস্কারই পেয়েছেন কিং কোহলি। এ বারের আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের সেরা ক্রিকেটারের দৌড়ে কাদের টপকে পুরস্কার পেলেন কোহলি, তুলে ধরল  TV9Bangla

বিরাট কোহলির সঙ্গে অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনীত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ডেভিড মিলার ও জিম্বাবোয়ের তারকা সিকন্দর রাজা। দু’জনই অক্টোবর মাসে ভালো ফর্মে ছিলেন। কিন্তু তাঁদের টপকে আইসিসির সেরা হয়েছেন ভারতের তারকা কোহলি।

অক্টোবর মাসে ৩৩ বছর বয়সী বিরাট কোহলি মাত্র ৪টি ইনিংস খেলেছিলেন। ১৫০ স্ট্রাইক রেট ছিল কোহলির। এই চারটি ইনিংস মিলিয়ে কোহলির মোট সংগ্রহ ২০৫ রান। এর মধ্যে ২টি হাফসেঞ্চুরিও রয়েছে। যার মধ্যে চলতি টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের অপরাজিত ইনিংসও ছিল। আইসিসির মাসের সেরার পুরস্কার পেয়ে কোহলি বলেন, ‘‘অক্টোবর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হতে পেরে আমি গর্বিত বোধ করছি। গোটা বিশ্ব জুড়ে সমর্থকরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। আমি অন্যান্য মনোনীত ক্রিকেটারদের প্রতিও শ্রদ্ধা জানাই। যারা এই মাসে এত ভালো পারফর্ম করেছে। আমার সতীর্থদেরও ধন্যবাদ জানাই। আমার এই পারফর্ম্যান্সের পিছনে তাদেরও অবদান রয়েছে।’’

পাকিস্তানের বিরুদ্ধে চলতি কুড়ি বিশের বিশ্বকাপে ৮২ রানের অপরাজিত ইনিংসের পরই নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোহলি ৪৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি ২৮ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে যান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির অবদান ভারতকে সেমিফাইনালে পৌঁছতে যথেষ্ট সাহায্য করেছে। ১০ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে রোহিত শর্মার ভারত।