India vs South Africa: ধাওয়ানের লক্ষ্য ওয়ান ডে বিশ্বকাপ, নজর ফিটনেসে

Shikhar Dhawan: ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্ব কতটা উপভোগ করছেন, সেই প্রসঙ্গে ধাওয়ান বলেন, 'দলে এমন একটা পরিবেশ তৈরির চেষ্টা করেছি, যেখানে সকলেই মন খুলে কথা বলতে পারে। স্বাভাবিক খেলা খেলতে পারে।'

India vs South Africa: ধাওয়ানের লক্ষ্য ওয়ান ডে বিশ্বকাপ, নজর ফিটনেসে
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2022 | 8:24 PM

লখনউ : আইসিসি টুর্নামেন্ট এবং শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) পারফরম্যান্স। দারুণ সংযোগ রয়েছে। আইসিসি টুর্নামেন্টে যেন বাড়তি তাগিদ কাজ করে তাঁর মধ্যে। এখন সুযোগ খুবই কম। টেস্ট টিমে জায়গা হয় না। টি-টোয়েন্টিতেও ব্রাত্য। ধাওয়ানের হাতে শুধুমাত্র ওয়ান ডে ফরম্যাট। আগামী বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (2023 ODI World Cup)। তার আগে প্রতিটা সিরিজই ধাওয়ানের কাছে দলে টিকে থাকার লড়াই। বয়সটা ৩৬ হলেও এই ফরম্যাটে গত দু’বছর ধারাবাহিক ভালো খেলছেন। এই ফরম্যাটে বেশ কিছু সিরিজে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে। কাল থেকে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে। ভারতীয় দলে বেশ কিছু নতুন মুখ। নেতৃত্ব দেবেন ধাওয়ানই। সিরিজ শুরুর আগে নিজের লক্ষ্য পরিষ্কার করলেন ধাওয়ান।

দেশের হয়ে ১৫৮টি ওয়ান ডে ম্যাচে ৬৬৪৭ রান করেছেন এই ওপেনার। একদিকে নেতৃত্বের দায়িত্ব, পাশাপাশি ব্যাটিংয়ে ধারাবাহিকতা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বলছেন, ‘এত সুন্দর একটা ক্রিকেট কেরিয়ার, আমি সত্যিই নিজেকে ভাগ্যবাণ মনে করি। সুযোগ হলে নিজের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগ করে নিই। আমার কাছে প্রতিটা সিরিজ যেমন চ্যালেঞ্জ, তেমনই এটাকে নতুন সুযোগ হিসেবেও দেখি। আমার আপাতত একটাই লক্ষ্য, ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ। তার জন্য নিজের ফিটনেস এবং মানসিক ভাবে ভালো জায়গায় থাকাই লক্ষ্য।’

ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্ব কতটা উপভোগ করছেন, সেই প্রসঙ্গে ধাওয়ান বলেন, ‘দলে এমন একটা পরিবেশ তৈরির চেষ্টা করেছি, যেখানে সকলেই মন খুলে কথা বলতে পারে। স্বাভাবিক খেলা খেলতে পারে। বোঝাপড়া যাতে ঠিক থাকে, তারও চেষ্টা করে। আরও সহজ করে বলতে গেলে, একটা চাপমুক্ত পরিবেশ রাখার চেষ্টা করি দলের মধ্যে। আমি যেমন নিজের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগ করে নিই, ওদের থেকেও অনেক কিছু শিখি।’

এই সিরিজে ভারতীয় দলে বেশ কিছু নতুন মুখ রয়েছে। রাহুল ত্রিপাঠী, শাহবাজ আহমেদরা গত কয়েক মাস জাতীয় দলের সঙ্গে রয়েছেন। এখনও খেলার সুযোগ হয়নি। তেমনই এই সিরিজে প্রথমবার ডাক পেয়েছেন রজত পাতিদার এবং বাংলার পেসার মুকেশ কুমার। নতুনদের সম্পর্কে অধিনায়ক ধাওয়ান বলছেন, ‘যারাই সুযোগ পাচ্ছে ভালো পারফর্ম করছে। ওদর পারফরম্যান্স দেখে একটা কথাই বলা যায়, আমাদের বেঞ্চ স্ট্রেন্থ বাড়ছে। ওরা যত বেশি খেলার সুযোগ পাবে, ভুল করবে, শিখবে, অভিজ্ঞতা বাড়বে। এমনকি আমার ক্ষেত্রেও তাই। ২০২৩ বিশ্বকাপের আগে যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাব, লাভ আমারও হবে।’