RISHABH PANT: দল সঠিক পথেই চলছে, মত ঋষভের

রাহুল দ্রাবিড় সে সময় যুব দলের কোচ। এবার সিনিয়র দলেও কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক ঋষভ। কেমন নেতৃত্ব দিলেন ঋষভ?

RISHABH PANT: দল সঠিক পথেই চলছে, মত ঋষভের
টসের পর খোশমেজাজে ঋষভ। (ফাইল ছবি)Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2022 | 9:30 AM

বেঙ্গালুরু : পিছিয়ে থেকেও সিরিজে সমতা ফেরানো। হয়তো বিজয়ী দল হিসেবেও সিরিজ শেষ করতে পারতেন। বেঙ্গালুরু ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ ভারত অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। লোকেশ রাহুলকে (KL Rahul) অধিনায়ক এবং ঋষভকে ডেপুটি করা হয়। দিল্লিতে সিরিজ শুরুর আগের দিন চোটে ছিটকে যান লোকেশ রাহুলও। নেতৃত্বের গুরু দায়িত্ব পড়ে ঋষভের কাঁধে। শুরুটা ভালো হয়নি। দিল্লিতে বিশাল স্কোর নিয়েও হার। তাঁর নেতৃত্বের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরের ম্যাচেও হার। বিশাখাপত্তনম এবং রাজকোট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। নেতৃত্বের অভিষেক সিরিজ হয়তো জিতেও শেষ করতে পারতেন। বেঙ্গালুরু ম্যাচ শুরু হলেও ফের বৃষ্টি নামায় সম্পূর্ণ করা যায়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঋষভ বলেন, একটু হলেও হতাশ লাগছে। তবে এই সিরিজ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছি আমরা। বিশেষত ০-২ পিছিয়ে পড়েও দলের সকলে যেভাবে সাড়া দিয়েছে। সিরিজে সমতা ফিরিয়েছি আমরা। ম্যাচ জেতার নানা দিক খুঁজছিলাম আমরা। নতুন পরিকল্পনা নিয়ে খেলছিলাম। ভুল হবেই। তবে আমরা সঠিক পথেই চলছি।‘

সিরিজে সমতা ফেরালেও, টসে সমতা ফেরাতে পারেননি অধিনায়ক ঋষভ। প্রথম চার ম্যাচের মতো পরিত্যক্ত হওয়া বেঙ্গালুরু ম্যাচেও টসে হার। ঋষভ বলছেন, ‘সম্ভবত প্রথমবার এতগুলো টস হারলাম। এটা আমার নিয়ন্ত্রণে নেই। সুতরাং, এটা নিয়ে খুব বেশি ভাবতেও চাই না।‘

ঋষভের নেতৃত্ব নিয়ে খুশি কোচ রাহুল দ্রাবিড়ও। ২০১৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ঈশান কিষান। বাংলাদেশে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে কলকাতায় একটি ত্রিদেশীয় খেলে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল। বাংলাদেশ এবং আফগানিস্তানকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ। রাহুল দ্রাবিড় সে সময় যুব দলের কোচ। এবার সিনিয়র দলেও কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক ঋষভ। কেমন নেতৃত্ব দিলেন ঋষভ? রাহুল দ্রাবিড় বলছেন, ‘ঋষভ পন্থ অবশ্যই ভালো। ০-২ পিছিয়ে থাকা, সিরিজে সমতা ফেরানো, বেঙ্গালুরুর ম্যাচ সম্পূর্ণ হলে কী হত…। অধিনায়কত্ব মানেই শুধু  হার-জিত নয়। ও তরুণ অধিনায়ক। ধীরে ধীরে শিখছে। সুযোগ পাচ্ছে। এটুকু বলতে পারি, এত তাড়াতাড়ি ওর নেতৃত্ব বিচার করার সময় আসেনি। আবারও বলছি, একটা সিরিজ বা কয়েকটি ম্যাচ দিয়ে আমি বিচার করতেও চাই না। কিন্তু ভালো লাগছে, ও ব্যাটিং, কিপিংয়ের পাশাপাশি নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে। ওর মাথায় অনেক চাপ ছিল। এখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় কাজে লাগবে। তবে ওকে কৃতিত্ব দিতে হবে, দলের সঙ্গে মিশে যেতে পেরেছে, ০-২ পিছিয়ে থেকে সমতা ফিরিয়েছে। ‘