Shahid Afridi: ‘হার্দিকের মতো ফিনিশার আমাদের নেই’, আক্ষেপ আফ্রিদির

পাকিস্তান দলে যদি একটা 'হার্দিক পান্ডিয়া' থাকত। যিনি গুরুত্বপূর্ণ ওভারগুলিতে বল করে তুলে নিতেন উইকেট। ব্যাট হাতে ম্যাচ ফিনিশ করার ক্ষমতা রাখতেন। পাকিস্তান দলে এমন একজনকে চাইছেন শাহিদ আফ্রিদি।

Shahid Afridi: 'হার্দিকের মতো ফিনিশার আমাদের নেই', আক্ষেপ আফ্রিদির
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2022 | 6:24 PM

ইসলামাবাদ: চোখ বন্ধ করে তাঁর উপর ভরসা রাখেন সমর্থকরা। ক্যাপ্টেন রোহিত শর্মার আস্থাভাজন, ভারতীয় দলের সম্পদ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নিঃসন্দেহে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) প্রতিপক্ষ দলগুলির বড় মাথাব্যথা হতে চলেছেন মেন ইন ব্লু অলরাউন্ডার। বল হাতে প্রয়োজনে উইকেট তুলে নিতে সক্ষম। ব্যাট হাতে ম্যাচ ফিনিশের ক্ষমতা রাখেন। বড় শট খেলা, প্রয়োজনের সময় দলকে টেনে তোলার ক্ষমতা রাখেন। ঠান্ডা মাথায় নেতৃত্ব দিতেও সিদ্ধহস্ত। গত মরসুমের আইপিএল এবং সদ্য সমাপ্ত এশিয়া কাপ তার বড় উদাহরণ। এমন একজন খেলোয়াড় যে কোনও টিম তাদের দলে চাইবে। পাকিস্তানও তার ব্যতিক্রম নয়। জাতীয় দলের পেস অলরাউন্ডারের মতো প্রতিভা সম্পন্ন খেলোয়াড় যদি তাদের দলেও থাকত…আক্ষেপ শোনা গেল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridi) মুখে।

আফ্রিদি মনে করেন, পাকিস্তান ক্রিকেট দলে হার্দিক পান্ডিয়ার মতো ম্যাচ জেতানো ফিনিশার দরকার। পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে কোনও ম্যাচ উইনারকে নিচের ক্রমানুসারে দেখতে পাচ্ছেন কি? একজন সংবাদ উপস্থাপকের প্রশ্নের উত্তরে আফ্রিদি স্বীকার করেছেন যে পাকিস্তান দলে এমন একজন খেলোয়াড়ের অভাব রয়েছে। আফ্রিদি বলেন, “সমর্থকরা আশা করেছিলেন আসিফ আলি বা খুশদিল শাহের মতো খেলোয়াড়রা পাকিস্তানের হয়ে সেই ভূমিকা পালন করবেন। কিন্তু তাঁরা দু’জনই ধারাবাহিক নন। এমনকী মহম্মদ নওয়াজ এবং শাদাব খানেরও ধারাবাহিকতার অভাব রয়েছে।”

তিনি বলেন, “হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড়ের দলে প্রয়োজন রয়েছে। নির্ভরযোগ্য কেউ একজন। যিনি লোয়ার অর্ডারে নেমে এসে ম্যাচ ফিনিশ করার মতো দায়িত্ব নেবেন। পাশাপাশি বোলিংয়েও সাহায্য করবেন। আপনি কি মনে হয় আমাদের দলে এমন কোনও ম্যাচ ফিনিশার আছেন?” পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে চলতি বছরের সেরা পারফরম্যান্স দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়ার ব্যাটে। নির্ধারিত ৪ ওভারে ২৫ রানে ৩টি উইকেট নেওয়ার পর ১৭ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে ৫ উইকেটে ম্যাচ জেতান।