T20 World Cup 2022: ‘এ বার বিশ্বকাপ থামিয়ে দেওয়া উচিত…’ এমন কেন বললেন অজি অলরাউন্ডার!

Virat Kohli: 'এর চেয়েও যদি ভাল কোনও প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, তাহলে আমরা ভাগ্যবাণ। ভারত-পাকিস্তান সবসময়ই দর্শকদের জন্য অনবদ্য ম্যাচ হয়। এমন একটা রোমাঞ্চকর ম্যাচে গ্যালারির দর্শকাসনে থাকলে আমার কী অবস্থা হত, সেটা কল্পনাই করতে পারছি না।'

T20 World Cup 2022: 'এ বার বিশ্বকাপ থামিয়ে দেওয়া উচিত...' এমন কেন বললেন অজি অলরাউন্ডার!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 8:32 PM

মেলবোর্ন : ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের রেশ কাটছে না। শুধু মাত্র ভারত কিংবা পাকিস্তানের সমর্থকদের মধ্যেই নয়। বিশ্ব ক্রিকেট অবাক ভারতের এমন একটা অভাবনীয় জয়ে। বিরাট কোহলির (Virat Kohli) ইনিংস বর্ণনায় সব বিশেষণ ছাপিয়ে যাচ্ছে। এ বার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শের (Mitchell Marsh) মুখেও বিরাট বিবৃতি। এ বার নাকি বিশ্বকাপ বন্ধ করে দেওয়া যায়! তাঁর কথায় কিছুটা বিভ্রান্তি ছড়াতে পারে। একটু পরিষ্কার করে দেওয়া ভালো। তার আগে ভারত-পাকিস্তান ম্যাচের সম্পর্কে আরও একবার পরিস্থিতিটা মনে করিয়ে দেওয়া প্রয়োজন। বিস্তারিত তুলে ধরল TV9Bangla

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। পেস-বাউন্সি পিচ, বড় মাঠ, অস্ট্রেলিয়ার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বোলিং লাইন আপ বনাম ভারতীয় ব্যাটিং। গত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১০ উইকেটে লজ্জার হারে বিদায়ের পথ তৈরি হয়েছিল ভারতের। এ বারও প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি। বোর্ডে ১৬০ রানের লক্ষ্য। রান তাড়ায় ইনিংসের মাঝপথে ভারত ৪৫-৪। এরপরই অবিশ্বাস্য একটা ইনিংস বিরাট কোহলির। যোগ্য সঙ্গ দিলেন হার্দিক পান্ডিয়া। তিনি ৪০ রান করেন। বিরাট কোহলি ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। বিরাট কোহলি এবং এই ম্যাচের আবহ নিয়ে প্রশংসার কোনও ভাষা পাচ্ছিলেন না অজি অলরাউন্ডার মিচেল মার্শ। এর চেয়ে ভালো ক্রিকেট ম্যাচ হয় না বলেই মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার এই নির্ভরযোগ্য ক্রিকেটার বলছেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপ এখানেই থামিয়ে দেওয়া উচিত। বিশ্বকাপে এখনও অনেক ম্যাচ বাকি। তবে এর চেয়েও যদি ভাল কোনও প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, তাহলে আমরা ভাগ্যবাণ। ভারত-পাকিস্তান সবসময়ই দর্শকদের জন্য অনবদ্য ম্যাচ হয়। এমন একটা রোমাঞ্চকর ম্যাচে গ্যালারির দর্শকাসনে থাকলে আমার কী অবস্থা হত, সেটা কল্পনাও করতে পারছি না।’ বিরাট কোহলি প্রসঙ্গে যোগ করলেন, ‘বিরাট কোহলির কেরিয়ার এবং গত এক বছরের পরিস্থিতি পুরোপুরি আলাদা ছিল। বিশ্বকাপের মঞ্চে এমন একটা ইনিংস। চোখ জুড়িয়ে যাওয়ার মতো ইনিংস। ম্যাচটাও দুর্দান্ত হয়েছে। আশা করি, এমন আরও কিছু ম্যাচ দেখার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা।’ গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযানের শুরুটা অবশ্য ভাল হয়নি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে অজিরা।