India vs West Indies: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের, নেই জাডেজা

সহ অধিনায়ক শ্রেয়স। নজর থাকবে দীর্ঘদিন পর ওডিআই ক্রিকেটে ফেরা শুভমন গিলের ব্যাটিংয়ে।

India vs West Indies: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের, নেই জাডেজা
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2022 | 8:54 PM

পোর্ট অব স্পেন : শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (INDvWI) তিন ম্যাচের একদিনের সিরিজ। আগের দিনই শিখর ধাওয়ান (Shikhar Dhawan) জানিয়েছিলেন, রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) চোট রয়েছে। তাঁকে ছাড়াই একাদশ সাজাতে হল। টসে হেড ডাকেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। তবে জিততে পারেননি। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানের। গত তিন ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৫০ ওভারই ব্যাট করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। হয়তো সেই কথা ভেবেই বোলিংয়ের সিদ্ধান্ত। বৃষ্টির ভ্রুকুটি থাকায় পরের দিকে ডাকওয়ার্থ লুইস বড় ভূমিকা নিতে পারে। শিখর ধাওয়ান টসের পর বলেন, ‘আমরাও প্রথমে বোলিংয়ের কথা ভেবেছিলাম। ব্যাটিং করতে হবে, সমস্যা নেই।’

ওয়েস্ট ইন্ডিজ শিবিরে অস্বস্তি জেসন হোল্ডারের কোভিড। তিনি খেলতে পারবেন না। বাংলাদেশ সিরিজে বিশ্রামে ছিলেন। ফিরেও খেলা হচ্ছে না তাঁর। পরিবর্ত হিসেবে শেষ মুহূর্তে রোমারিও শেপার্ডকে দলে নেওয়া হয়েছে। ভারতীয় একাদশে জাডেজা না থাকায় ধাওয়ানের ডেপুটি করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। ভারতীয় একাদশে সবচেয়ে বেশি নজর থাকবে দীপক হুডার দিকে। আয়ারল্যান্ডে অনবদ্য পারফর্ম করেছিলেন। টি ২০ তে নজর কাড়ার পর এবার একদিনের ক্রিকেটেও ধারাবাহিকতা দেখানোর পালা। শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করবেন শুভমন গিল।

ভারতের একাদশ : শিখর ধাওয়ান, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, দীপক হুডা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, শেমার ব্রুকস, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, রোমারিও শেপার্ড, জেডন সিলস, শাই হোপ, গুডাকেশ মোতি, আকিল হোসেন