কলকাতা: আজ আইপিএলে (IPL 2022) প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ইডেন গার্ডেন্সে মুখোমুখি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। সঞ্জু স্যামসন (Sanju Samson) ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দুই অধিনায়কই প্রস্তুত প্রথম কোয়ালিফায়ার জিতে সোজা ফাইনালের টিকিট নিশ্চিত করতে। গুজরাতে আছেন মহম্মদ সামি আর ঋদ্ধিমান সাহা। বাংলার দুই ক্রিকেটারের জন্য গলা ফাটাতে তৈরি ইডেনও। সঙ্গে থাকছে রাজস্থানের জস বাটলার আর যুজবেন্দ্র চাহাল। বাটলার ক্রিজে টিকে গেলে যে ভয়ংকর হয়ে ওঠেন, তা কারও অজানা নয়। ইডেন দর্শকরাও মুখিয়ে আছেন বাটলার শো-এর জন্য।
রাজস্থান রয়্যালস ব্যাট হাতে দাদাগিরি করছে এ বারের লিগে। বাটলার দুরন্ত ফর্মে। নেট সেশনেও দেখা গেল লম্বা লম্বা ছক্কা হাঁকাতে। ওপেনিংয়ে জায়গা ফিরে পেয়ে অনেকটা বেশি স্বাচ্ছন্দ্য লাগছে যশস্বী জসওয়ালকে। গত ম্যাচেও দুরন্ত ব্যাটিং করেন যশস্বী। এছাড়া দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমেয়ারদের মতো বিগ হিটাররা দলে আছেন। রবিচন্দ্রন অশ্বিনও ব্যাট হাতে দলকে ভরসা জোগাচ্ছেন। রিয়ান পরাগও ম্যাচের রং পাল্টে দিতে ওস্তাদ। রাজস্থানের বোলিং বিভাগ ও যথেষ্ট শক্তিশালী। ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণাদের পেস অ্যাটাকের পাশে থাকছে যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন। গুজরাতের ব্যাটিং বিভাগকে টেক্কা দিতে তৈরি রাজস্থানের বোলিং ডিপার্টমেন্ট।
গুজরাত টাইটান্স আইপিএল আবির্ভাবেই চমকে দিয়েছে। ঘরের মাঠে খেলছেন ঋদ্ধিমান সাহা। দুরন্ত ফর্মে থাকা ঋদ্ধি ব্যাট হাতে ফের জ্বলে উঠতে তৈরি। ভালো পারফর্ম করেও, জাতীয় দলে ডাক মেলেনি। ইডেনের বাইশ গজেই বোর্ড সভাপতির সামনে বিধ্বংসী হয়ে উঠতে চান পাপালি। শুভমন গিল কেকেআরের খেলার সুবাদে ইডেন সম্পর্কে বেশ ওয়াকিবহাল। কোয়ালিফায়ারে জ্বলে ওঠার চ্যালেঞ্জ তাঁর কাছে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া তো দুরন্ত ফর্মে। সঙ্গে থাকছেন আরেক ঘরের ছেলে মহম্মদ সামি। রাশিদ খানও তৈরি ঘূর্ণিতে বাজিমাত করতে।
গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।
রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।