LSG vs RCB IPL 2022 Match Prediction: ইডেনে আসার আগেই যাদবপুর মাতিয়ে গেলেন বিরাট

Lucknow Super Giants vs Royal Challengers Bangalore Preview: এলিমিনেটরের লড়াইয়ের জন্য তৈরি লখনউ ও আরসিবি।

LSG vs RCB IPL 2022 Match Prediction: ইডেনে আসার আগেই যাদবপুর মাতিয়ে গেলেন বিরাট
Follow Us:
| Edited By: | Updated on: May 25, 2022 | 8:00 AM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

আইপিএল (IPL) জ্বরে আক্রান্ত কলকাতা। আরও ভালো ভাবে বললে হয়, বিরাট জ্বরে আক্রান্ত কলকাতা। সোমবারই তার আঁচ পাওয়া গিয়েছিল। ইডেনে রাজস্থান-গুজরাতের অনুশীলনেও বিরাট আর আরসিবির স্লোগান। মঙ্গলের ম্যাচ যদি ট্রেলার হয়, বুধের ইডেন থাকছে বিরাট শো-এর অপেক্ষায়। সল্টলেকের যাবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুশীলন করল লখনউ সুপার জায়ান্টস আর আরসিবি। কঠোর নিরাপত্তায় মোড়া বিশ্ববিদ্যালয় চত্বর। তবু আরসিবির টিম বাস ঢুকতেই এক অদ্ভুত পরিস্থিতি। বিরাট কোহলিকে কেই না কাছ থেকে দেখতে চায়! নিরাপত্তার দায়িত্বে থাকা দু-তিনজন পুলিশ তো প্রায় বিরাটের কাছেই চলে যাচ্ছিলেন। দূর থেকে আবার শীর্ষ অফিসারের ধমক। বাবল লাইফ কত কিই না বদলে দিয়েছে। আজ আইপিএলের এলিমিনেটরে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের মুখে নামবে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যে দলটা হেরে যাবে, এ বারের মতো তাদের আইপিএল সফর শেষ। জয়ী দলকে পেরোতে হবে আরও একটা গণ্ডি।

এলিমিনেটরের আগে যাদবপুরের ক্যাম্পাসে অনুশীলন করল দুই দলই। তবে সব ভিড় একজনকে কেন্দ্র করেই। তিনি বিরাট কোহলি। নেট সেশনে ঝাড়া দেড় ঘণ্টা ঘাম ঝরালেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠের পুরো চত্বরটাই কাপড় দিয়ে ঢাকা। তার ফাঁকেই উঁকিঝুঁকি। সবার চোখ শুধু একজনকেই খুঁজছে। তিনি বিরাট কোহলি। আরসিবির প্রত্যেক সদস্যই যেন শুধু বিরাট। নেটের চারপাশটাও কাপড় দিয়ে ঢাকা। ক্রিকেট মাঠের পাশেই ক্যাম্পাসের ফুটবল গ্রাউন্ড। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ওখান থেকেই বিরাট দর্শন করলেন। কেউ টুলে, কেউ ভাঙা চেয়ার, আবার কেউ তিনটে ইঁট রেখে তার ওপর দাঁড়িয়েই বিরাটের ব্যাটিং দেখলেন। বিরাটের পাশের নেটেই ব্যাটিং করলেন কুইন্টন ডি’কক, লোকেশ রাহুল। সে দিকে আর থুড়িই নজর!

বিরাটের কয়েকটা শট এসে সোজা পড়ে ফুটবল মাঠে। বল ধরার জন্য কাড়াকাড়ি। বল ধরেই সোজা কাপড়ের ওপারে। স্যানিটাইজেশনের কোনও বালাই নেই। বুধের ইডেনে বিরাট শো-এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাতিয়ে গেলেন কিং কোহলি। ক্রিকেটের নন্দনকাননে শেষ সেঞ্চুরি কোহলির। তাই ইডেন বিরাটকে বরণ করা অপেক্ষায় রয়েছে। ইডেনে বিরাটের সেঞ্চুরিটা যদি এলিমিনেটরে আসে, তা হলে তা সোনায় সোহাগা হবে বলার অপেক্ষা রাখে না।

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, লভনীথ সিসোদিয়া, ডেভিড উইলি।