RR vs DC IPL 2022 Match Prediction: রাজস্থানের বিরুদ্ধে বদলার ম্যাচ দিল্লির

Rajasthan Royals vs Delhi Capitals Preview: প্রথম পর্বের ম্যাচে দিল্লিকে ১৫ রানে হারায় রাজস্থান। এই ম্যাচ তাই বদলার চোখেই দেখছেন ঋষভ পন্থরা। ২৬ বারের মুখোমুখি সাক্ষাৎকারে ১৪ বার জিতেছে রাজস্থান রয়্যালস। ১২ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস।

RR vs DC IPL 2022 Match Prediction: রাজস্থানের বিরুদ্ধে বদলার ম্যাচ দিল্লির
রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস।
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2022 | 8:00 AM

মুম্বই: আইপিএলে (IPL 2022) আজ ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দুই দলের কাছেই প্লে অফে পা বাড়ানোর হাতছানি। রাজস্থান হারের ধাক্কা কাটিয়ে গত ম্যাচেই জয়ে ফিরেছে। আজ জিতলেই প্লে অফের পথে কিছুটা এগোবেন সঞ্জু স্যামসনরা। অন্যদিকে দিল্লির কাছে ডু অর ডাই ম্যাচ। প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে, জিততেই হবে দিল্লি ক্যাপিটালসকে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে দিল্লি। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ১৪ পয়েন্ট। টেবিলের তিন নম্বরে আছেন সঞ্জু স্যামসন, কুইন্টন ডি’ককরা। জিতলেই টেবিলের দুইয়ে উঠে আসার সুযোগ। একই সঙ্গে প্লে অফের পথও অনেকটা প্রশস্ত হবে। বাকিদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকার সুযোগ রয়েছে রাজস্থানের কাছে। ঋষভ পন্থ, রভম্যান পাওয়েলরা মরিয়া চেষ্টা চালাচ্ছেন কামব্যাক করার।

প্রথম পর্বের ম্যাচে দিল্লিকে ১৫ রানে হারায় রাজস্থান। এই ম্যাচ তাই বদলার চোখেই দেখছেন ঋষভ পন্থরা। ২৬ বারের মুখোমুখি সাক্ষাৎকারে ১৪ বার জিতেছে রাজস্থান রয়্যালস। ১২ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস।

এ বারের আইপিএলে দুরন্ত ফর্মে আছেন জস বাটলার। দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে সেঞ্চুরি ছিল তাঁর ব্যাটে। নর্টজেদের বিরুদ্ধে ব্যাট হাতে ফের জ্বলে উঠতে চান বাটলার। এরই মধ্যে ৩টে সেঞ্চুরি করে ফেলেছেন। আজই বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করতে মরিয়া হয়ে মাঠে নামছেন তিনি। গত ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছিলেন যশস্বী জসওয়াল। দলকে ভরসা জুগিয়েছিলেন বাঁ-হাতি তরুণ ব্যাটার। আজও ধারাবাহিকতা দেখাতে তৈরি তিনি। এছাড়া সঞ্জু স্যামসন, দেবদত্ত পাড়িক্কলরাও আছেন দলে। সদ্য বাবা হয়েছেন শিমরন হেটমেয়ার। সেই ছবি পোস্ট করেছে রাজস্থান রয়্যালসের অফিসিয়াল পেজও। তাই এই মুহূর্তে দেশে রয়েছেন তিনি। হেটমেয়ার না থাকায় ব্যাটিং বিভাগে কিছুটা হলেও অসুবিধা হবে রাজস্থানের। তবে একই সঙ্গে সঞ্জুর দলের অস্ত্র বোলিং বিভাগ। রাজস্থানে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই যথেষ্ট ভারসাম্য রয়েছে। ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনদের মতো বোলাররা দিল্লিকে বেগ দিতে তৈরি।

অন্যদিকে দিল্লি শিবির কামব্যাক করতে মরিয়া। সময়টা একেবারে ভালো যাচ্ছে না ঋষভ পন্থদের। চেন্নাইয়ের কাছেও গত ম্যাচে লজ্জার হার হারতে হয়েছে দিল্লিকে। পৃথ্বী শ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় গত ম্যাচে তাঁকে পাওয়া যায়নি। পৃথ্বীকে না পাওয়া গেলে স্বভাবতই চাপ বাড়বে দিল্লির। সেক্ষেত্রে ওয়ার্নারের সঙ্গী হবেন কেএস ভরত। ওপেনার ডেভিড ওয়ার্নারও রানে ফিরতে মরিয়া। অধিনায়ক ঋষভ পন্থের খারাপ ফর্ম অবশ্যই ভাবাচ্ছে দলকে। আইপিএলে এখনও সে ভাবে ছন্দে দেখা গেল না দলনায়ককে। মিচেল মার্শ, রভম্যান পাওয়েলরাও রানে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। একই সঙ্গে নজর রাখতে হবে বোলিং বিভাগের দিকেও। নর্টজে, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, শার্দূল ঠাকুরদের কাছে থাকছে কড়া চ্যালেঞ্জ। বিপক্ষ রাজস্থান দলে হার্ড হিটারের সংখ্যা প্রচুর।

রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।

আরও পড়ুন: IPL 2022: টি-টোয়েন্টিতে ‘রাসেলের মতো’ ব্যাটিং করা উচিত পন্থের, কে বলছেন এমন কথা?