Year Ender 2022: উইজডেনের বর্ষসেরা টি-২০ একাদশে জায়গা পেলেন ক’জন ভারতীয় ক্রিকেটার?

ছয় দেশের মোট ১১ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে উইজডেন।

Year Ender 2022: উইজডেনের বর্ষসেরা টি-২০ একাদশে জায়গা পেলেন ক'জন ভারতীয় ক্রিকেটার?
উইজডেনের বর্ষসেরা টি-২০ একাদশে জায়গা পেলেন ক'জন ভারতীয় ক্রিকেটার?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 4:08 PM

নয়াদিল্লি: আর কয়েকটা দিন পরই শেষ হয়ে যাবে ২০২২ সাল। বাইশে ক্রিকেট দুনিয়ায় একাধিক ঘটনা ঘটে গিয়েছে। যার মধ্যে অন্যতম জস বাটলারের ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। দাসুন শানাকার শ্রীলঙ্কা এশিয়া সেরা হয়েছে। এ বারের আইপিএলে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ হয় গুজরাট টাইটান্সের। ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সেই দলের ক্যাপ্টেন। হার্দিকের নেতৃত্বে আইপিএলে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট। পাশাপাশি বছরভর আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) একাধিক সিরিজও হয়েছে। বাইশের শেষে উইজডেন (Wisden) বেছে নিয়েছে বর্ষসেরা টি-টোয়েন্টি (T20) একাদশ। কোন দেশের কত জন ক্রিকেটার জায়গা পেয়েছেন তাতে? সেই তথ্যই তুলে ধরা হল TV9Bangla-র এই প্রতিবেদনে।

ছয় দেশের মোট ১১ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে উইজডেন। পাকিস্তানের তিন জন ক্রিকেটার উইজডেনের বিচারে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে রয়েছেন। ভারতের দু’জন ক্রিকেটার জায়গা পেয়েছেন উইজডেনের বিচারে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। পাশাপাশি ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং জিম্বাবোয়ের ক্রিকেটাররাও জায়গা পেয়েছেন উইজডেনের বিচারে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে।

উইজডেনের বিচারে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশের লাইন-আপ —

১) জস বাটলার

২) মহম্মদ রিজওয়ান

৩) সূর্যকুমার যাদব

৪) গ্লেন ফিলিপস

৫) ডেভিড মিলার

৬) সিকান্দার রাজা

৭) শাদাব খান

৮) স্যাম কারান

৯) আদিল রশিদ

১০) হ্যারিস রউফ

১১) ভুবনেশ্বর কুমার

জস বাটলার (উইকেটকিপার এবং অধিনায়ক) – চলতি বছরে ১৫টি টি২০ ম্যাচে খেলেছেন বাটলার। ইওন মর্গ্যান ইংল্যান্ডের ক্যাপ্টেন্সি ছাড়ার পর, বাটলার পান দলকে নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্ব। আর তাতে সফলও হন তিনি। দেশকে এ বারের টি২০ বিশ্বকাপ এনে দেন বাটলার। বাইশে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৪৬২ রান করেছেন। ১৭টি ক্যাচ নিয়েছেন। সর্বাধিক রান ৮০*। স্ট্রাইক রেট ১৬০.৪১।

মহম্মদ রিজওয়ান – পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান চলতি বছরে ২৫টি টি২০ ম্যাচে খেলেছেন। তাতে তিনি মোট ৯৯৬ রান করেছেন। স্ট্রাইক রেট ১২২.৯৬। সর্বাধিক রান ৮৮*। গত বছরও এই পাক ক্রিকেটার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন।

সূর্যকুমার যাদব – এক ক্যালেন্ডার ইয়ারে ১০০০ রান করা দ্বিতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব। উইজডেনের বিচারে তিনিও রয়েছন টি২০ একাদশের তালিকায়। ২০২২ সালে ৩১ টি টি২০ ম্যাচ খেলে সূর্য রান করেছেন ১ হাজার ১৬৪। সর্বাধিক রান ১১৭। বর্তমানে সূর্য আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে থাকা এক নম্বর তারকা ব্যাটার।

গ্লেন ফিলিপস – চলতি বছরে এখনও অবধি ২১টি টি২০ ম্যাচে ৭১৬ রান করেছেন গ্লেন ফিলিপস। বাইশের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করার পরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি হাফ সেঞ্চুরি করেন। যে কারণে উইজডেনের বিচারে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে নিউজিল্যান্ডের এই ব্যাটার জায়গা পেয়েছেন।

ডেভিড মিলার – দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলার এ বছর মোট ১৬টি টি২০ ম্যাচে ৩৬১ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬৪.৮৬। সর্বাধিক রান ১০৬*। ভারতের বিরুদ্ধে চলতি বছরে অপরাজিত ১০৬ রানের ইনিংসটা মিলারের কেরিয়ারে দ্বিতীয় টি- টোয়েন্টি শতরান।

সিকান্দার রাজা – জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা ২০২২ সালে মোট ২৪ টি টি২০ ম্যাচে করেছেন ৭৩৫ রান। সর্বাধিক ৮৭ রান। বল হাতে নিয়েছেন ২৫টি উইকেট। অলরাউন্ড পারফর্ম্যান্সের জেরে উইজডেনের বর্ষসেরাতে জায়গা পেয়েছেন রাজা।

শাদাব খান – বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে তোলার পেছনে বড় অবদান ছিল বাবর আজমের দলের অন্যতম সেরা অস্ত্র শাদাব খানের। বাইশে মোট ২০টি টি২০ ম্যাচে ২০১ রানের পাশাপাশি বল হাতে শাদাব নিয়েছেন ২৫টি উইকেট।

স্যাম কারান – ২০২২ সালের টি২০ বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন স্যাম কারান। ইংল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচেই ছাপ রেখেছেন কারান। এ বছর ১৯টি ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন কারান। ব্যাট হাতে করেছেন ৬৭ রান।

আদিল রশিদ – ইংল্যান্ডের কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ের অপর এক কারিগর আদিল রশিদ। এ বছর তিনি ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯টি উইকেট নিয়েছেন।

হ্যারিস রউফ – ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন হ্যারিস রউফ। এ বছর ২৩টি টি২০ ম্যাচে তাঁর প্রাপ্তি ৩১টি উইকেট।

ভুবনেশ্বর কুমার – উইজডেনের বিচারে বর্ষসেরা টি-২০ একাদশের তালিকায় দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে রয়েছেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার ভুবনেশ্বর কুমার। চলতি বছরে ৩২টি ম্যাচে তিনি নিয়েছেন ৩৭টি উইকেট।