T20 World Cup 2021: রোহিতকে বাদ দেবেন, প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন বিরাটের

পাকিস্তানের (Pakistan) কাছে হারের পর ভারতের টিম নির্বাচন নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। আইপিএলের (IPL) সময় থেকেই ফর্মে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু ঈশাণ কিষাণ (Ishan Kishan) ফর্মে ছিলেন।

T20 World Cup 2021: রোহিতকে বাদ দেবেন, প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন বিরাটের
T20 World Cup 2021: রোহিতকে বাদ দেবেন, প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন বিরাটের (ছবি-বিসিসিআই টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2021 | 7:02 PM

দুবাই: পাকিস্তানের (Pakistan) কাছে হারের পর ভারতের টিম নির্বাচন নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। আইপিএলের (IPL) সময় থেকেই ফর্মে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু ঈশাণ কিষাণ (Ishan Kishan) ফর্মে ছিলেন। সেই সঙ্গে ভারতীয় টিমে পন্থ ছাড়া কোনও বাঁ হাতি ব্যাটসম্যানও নেই। সেই কারণেই অনেকে বলছেন, ঈশাণকে অবিলম্বে প্রথম একাদশে সুযোগ দেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। প্রেস মিটে বিরাটকে এই প্রশ্ন করা হলে তিনি কিন্তু পাল্টা প্রশ্ন করেছেন সাংবাদিককে।

রোহিতের বদলে ঈশাণকে খেলানো নিয়ে কী বলেছেন বিরাট? ভারতের ক্যাপ্টেনের জবাব ছিল, ‘এটা অত্যন্ত সাহসী প্রশ্ন। আপনার কী মনে হয় স্যার? আমি তো সেরা টিম যেটা হতে পারে, সেটাই বাছার চেষ্টা করেছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম একাদশ থেকে রোহিতকে বাদ দেবেন? আশ্চর্য! আপনি যদি বিতর্ক চান, সেই মতো বলে দিন আমাকে। আমি ঠিক সেই জবাবটাই দেব।’

বাবর আজমরা যে ভারতকে উড়িয়ে দিয়েছে, তা অবশ্য মেনে নিয়েছেন বিরাট। তাঁর স্পষ্ট কথা, ‘ওরা আমাদের সত্যিই উড়িয়ে দিয়ে জিতেছে। প্রতিপক্ষকে ১০ উইকেটে হারাতে না পারলে তাকে উড়িয়ে দেওয়া বলে না। পাকিস্তানের বিরুদ্ধে আমরা কোনও সুযোগই পাইনি। ওদের উপর চাপ তৈরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা সে সবের ঠিকঠাক জবাব তৈরি রেখেছিল। আমাদের থেকে পাকিস্তান যে ভালো খেলেছে, সেটা মানতে কোনও লজ্জা নেই। আমি এর আগেও বলেছি, ১১জন প্লেয়ার নিয়ে মাঠে নামা মানেই কিন্তু এই নয় যে সব ম্যাচ জিতব।’

বিরাটকে জিজ্ঞেস করা হয়, বিশ্বকাপে কখনও না হারার জন্যই কি পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় টিম আত্মতুষ্টি ভুগছিল? বিরাট জবাব দিয়েছেন, ‘লোকে মাঠের বাইরে বসে নানা মতামত দেয়। তারা যদি ক্রিকেট কিট নিয়ে মাঠে নামত, তা হলে বুঝতে পারত, কতটা চাপ থাকে। পাকিস্তান যখন উল্টো দিকে, তখন হালকা নেওয়া যায় না। এটা মাথায় রাখতে হয় যে, নিজেদের দিনে ওরা কিন্তু যে কোনও সেরা টিমকে হারানোর ক্ষমতা রাখে। তার মানে কিন্তু এই নয় যে, আমরা একটা ম্যাচ হেরেছি বলে সব হারিয়ে ফেললাম।’

আরও পড়ুন: Afghanistan vs Scotland Live Score, T20 World Cup 2021: শারজায় স্কটদের মুখে নামবে আফগানরা

আরও পড়ুন: T20 World Cup 2021: ‘এই হার খুবই যন্ত্রণাদায়ক’, বললেন গাভাসকর

আরও পড়ুন: T20 World Cup 2021: শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে ঝামেলার জেরে জরিমানা লাহিরু-লিটনের