রোলাঁ গারোয় মহাকাব্যিক লড়াই , বিদায় রাজা রাফার

দ্বিতীয় সেটে রোলাঁ গারোর ক্লে কোর্টে শুরু নোভাক দাপট। ক্রমশ যেন সিংহাসনচ্যুত হচ্ছেন রাজা রাফা। নোভাকের এক একটা বিষাক্ত রিটার্নের কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করছেন নাদাল। কোর্টের এ প্রান্ত থেকে ও প্রান্ত-পৌঁছতেই পারছেেন না।

রোলাঁ গারোয় মহাকাব্যিক লড়াই , বিদায় রাজা রাফার
মহাকাব্যিক লড়াই শেষে স্বস্তি জোকারের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2021 | 2:26 PM

রোলাঁ গারোঃ লাল সুরকির রাজার শরীরে কি সত্যি বয়সের ভার বাসা বাঁধল? ৩৫ বছরটাই কি ক্লে কোর্টের(CLAY COURT)) রাজার রিটার্ন, ফোরহ্যান্ডে হয়ে দাঁড়াল অন্তরায়। লম্বা লড়াই। বলা যায়, করোনা পরবর্তী বিশ্বে এত বড় টেনিসের মঞ্চে এত লম্বা লড়াই। আর সেই লড়াইয়ে শেষপর্যন্ত নোভাক জকোভিচের কাছে হেরেই গেলেন রোলাঁ গারোর(ROLAND GARROS)বাদশা রাফায়েল নাদাল (RAFAEL NADAL)। ফরাসি ওপেনে (FRENCH OPEN) প্রথমবার সেমিফাইনাল থেকে বিদায় নিলেন রাফা। জকোভিচের (NOVAK DJOKOVIC)পক্ষে খেলার ফল, ৩-৬, ৬-৩, ৭-৬(৪), ৬-২।

দ্বিতীয় সেমিফাইনাল যে হবে চলতি ফরাসি ওপেনের সবচেয়ে চিত্তাকর্ষক ম্যাচ,তা কোয়ার্টার ফাইনালের পরেই বুঝে গিয়েছিল টেনিস বিশ্ব। এদিন যেন মনে হচ্ছিল রোঁলা গাঁরো যেন ১৩ই জুন নয়, আজকের সেমিফাইনালকেই কার্যত ফাইনালের মান্যতা দিয়েছে। রোলাঁ গারোতে তৈরি হওয়া গগনভেদী শব্দ যেন তাই জানান দিচ্ছিল। এদিন প্রথম সেট থেকেই হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেটে ৫-০ ফলে এগিয়ে যাওয়া। ৩ বার ব্রেক পয়েন্ট পান নাদাল। এদিনের শুরু থেকে নাদাল যেন বুঝিয়ে দিচ্ছিলেন লাল সুরকির সাম্রাজ্যে কেন তাঁকেই বাছা হয় শাহেনশা হিসেবে। নাদাল ঝড় যখন গিলে খাচ্ছে, ঠিক তখনই প্রথম সেটে কামব্যাক। পরপর তিনটি গেম জিতে নোভাক যেন বুঝিয়ে দেয়, কিংবদন্তীদের লড়াইয়ের মান যে সত্যিই অন্যরকম হয়। ৬-৩ ফলে প্রথম সেট জেতেন রাফা। তবে সার্বিয়ান টেনিস সুপারস্টার প্রথম সেটে বুঝিয়ে দেয়, আজকের বদলে যেেতেই পারে অনেক হিসেব নিকেষ।

দ্বিতীয় সেটে রোলাঁ গারোর ক্লে কোর্টে শুরু নোভাক দাপট। ক্রমশ যেন সিংহাসনচ্যুত হচ্ছেন রাজা রাফা। নোভাকের এক একটা বিষাক্ত রিটার্নের কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করছেন নাদাল। কোর্টের এপ্রান্ত থেকে ও প্রান্ত-পৌঁছতেই পারছেেন না। রোঁলা গাঁরোয় ফিসফাস, ৩৫ বছরটাই কি লাল সুরকির কোর্টে চেনা দাপটে অন্তরাায় হয়ে দাঁড়াচ্ছে? হয়ত তাই। হয়ত বা দিনটাই ছিলনা রাজা রাফার।

RAFAEL NADAL DEFEATS

রণক্লান্ত রাফা

তৃতীয় সেটে ফের লড়াইয়ের গন্ধ পেল ফরাসি ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে। বলা ভাল, এদিনের খেলায় সেরার সেরা সেট।  জকোভিচ বা নাদাল-তৃতীয় সেটে যেভাবে লড়াই করলেন, মনে হচ্ছিল এই সেটেই খেলার ফল চূড়ান্ত করতে মরিয়া দুপক্ষই। হাড্ডাহাড্ডি লড়াইয়েরর পর টাইব্রেকারে  ৭-৬(৪) সেটে নাদালকেে হারিয়ে ফের এগিয়ে গেলেন নোভাক।

দেড় ঘন্টার লম্বা লড়াই তৃতীয় সেটে। ঘামে ভিজে যাওয়া শরীরটা ক্লান্ত হয়েছে আরও। তবুও রাজা মরণকাঁমড় দেবেনা, তা কি হয়? আশায় বুক বাঁধছিল রোলাঁ গারো। কিন্তু ফিটনেসের শীর্ষে থাকা জকোভিচের চতুর্থ সেটের দাপটের কাছে প্রতিটি গেমে হেরে বিধ্বস্ত হতে থাকা নাদালকে দেখে মনে হল, এবার আর রাজা পারবেননা। রণক্লান্ত চেহারা যেন চতুর্থ সেটে আত্মসমর্পণই করে ফেলল সার্বিয়ান টেনিস তারকার কাছে। চতুর্থ সেটে ৬-২ ফলে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল নোভাক জকোভিচ।

এই প্রথমবার ফরাসি ওপেনের সেমিফাইনালে হারলেন রাফায়েল নাদাল। ১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ভূপতিত লাল সুরকির সাম্রাজ্যে। তবে কি ফরাসি ওপেনে  শেষ হতে চলেছে নাদাল যুগের? টেনিস বিশ্বের মধ্যে এই প্রশ্নের বুদবুদ উদ্ভূত হতে শুরু করল শুক্রবার থেকে। আর ৫ বছর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের বিভোর হলেন নোভাক জকোভিচ। সামনে এবার শুধু সিসিপাস!