সাম্প্রাসের রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেলেন জোকোভিচ

মঙ্গলবার ভিয়েনায় প্রথম রাউন্ডে ক্রাজিনোভিচকে হারিয়ে নোভাক জোকোভিচ টেনিসে শীর্ষ স্থান পেলেন।

সাম্প্রাসের রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেলেন জোকোভিচ
নোভাক জোকোভিচ টেনিসে শীর্ষ স্থান পেলেন।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2020 | 8:36 AM

এক নম্বরে থেকে বছর শেষ করলেন নোভাক জোকোভিচ।  ভিয়েনা ওপেনের প্রথম রাউন্ডে ক্রাজিনোভিচকে হারিয়ে বছর শেষে শীর্ষস্থান নিশ্চিত করলেন সার্বিয়ান তারকা।এই জয়ের ফলে পিট সাম্প্রাসের রেকর্ডের আরও কাছাকাছি চলে এসেছেন নোভাক।এই নিয়ে ছয়বার তিনি এক নম্বরে থেকে বছর শেষ করলেন।

মঙ্গলবার জোকোভিচ ৭-৬(৮/৬),৬-৩ সেটে ক্রাজিনোভিচকে পরাজিত করেন।ছোটবেলার আদর্শ সাম্প্রাসের রেকর্ডের কাছাকাছি পৌছে যান জোকোভিচ।তবে লড়াইটা এখনও বাকি।সাম্প্রাসের রেকর্ড ছুঁতে জোকোভিচকে অস্ট্রিয়াতে তার পরবর্তী ম্য়াচ বর্ণা করিকের বিপক্ষে জিততেই হবে।৩৩ বছর বয়সী সার্বিয়ান তারকা শেষ ৫ বার শীর্ষস্থান পেয়েছিলেন যথাক্রমে ২০১১,২০১২,২০১৪,২০১৫ ও ২০১৮ সালে।অপরদিকে সাম্প্রাস ১৯৯৩-১৯৯৯ সালের মধ্যে তার কৃতিত্ব অর্জন করেছিলেন।প্রথম সেটে জোকোভিচ সুবিধা নিতে না পারলেও,এই ম্য়াচের দ্বিতীয় সেটে ক্রাজিনোভিচের কয়েকটি বিরতি জোকোভিচকে জয়ী করে তোলে।জোকোভিচ নিজেও বললেন প্রথম সেটের তুলনায় দ্বিতীয় সেটে তিনি বেশী ভালো খেলেছেন। জোকোভিচ এখন শীর্ষে থাকা ফেডারারের,সর্বকালের ৩১০ সপ্তাহের রেকর্ড ভাঙ্গার চেষ্টায় রয়েছেন।