ফেড কাপ থেকে টোকিওর টিকিট মুরলীর

অলিম্পিকে (Olympics) লং জাম্প (Long Jump) থেকে পদক পেতে হলে পারফরম্যান্স আরও ভালো হতে হবে মুরলীর।

ফেড কাপ থেকে টোকিওর টিকিট মুরলীর
ফেড কাপ থেকে টোকিওর টিকিট মুরলীর
Follow Us:
| Updated on: Mar 16, 2021 | 9:01 PM

পাতিয়ালা: জাতীয় রেকর্ড (national record) তো করলেনই, সেই সঙ্গে টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) টিকিটও পেয়ে গেলেন লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর (Murali Shreeshankar)। ফেডারেশন কাপে (Federation Cup) যখন তারকারা প্রত্যাশা মেটাতে পারছেন না, তখন ২১ বছরের কেরালার মুরলীই দেখাচ্ছেন নতুন স্বপ্ন।

অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে হলে ৮.২২ মিটার লাফাতে হত। আগে মুরলীরই ৮.২০ মিটার লাফিয়ে করেছিলেন জাতীয় রেকর্ড। দুটোই টপকে গেলেন মুরলী। পঞ্চম এবং শেষ লাফটা দিলেন, তাতেই বাজিমাত। প্রথম তিনটে লাফের সময় মনেই হয়নি যে মুরলী রীতিমতো হইচই ফেলে দেবেন। চতুর্থ লাফটা ছিল ৮.০৯ মিটারের। পঞ্চম লাফটাই ফারাক গড়ে দিল তাঁর। ৮.২৬ মিটারের নতুন জাতীয় রেকর্ড গড়ে ফেললেন তিনি।

আরও পড়ুন: লাল কার্ড দেখলেন হিমা, হেরে গেলেন দ্যুতি

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারত কখনওই অলিম্পিকে তেমন কিছু করতে পারেনি। এ বার টোকিওতে জ্যাভলিনে স্বপ্ন দেখাচ্ছেন নীরজ চোপড়া। লং জাম্পার মুরলীও যেন অন্য স্বপ্ন দেখাচ্ছেন। যদিও অলিম্পিকে লং জাম্প থেকে পদক পেতে হলে পারফরম্যান্স আরও ভালো হতে হবে মুরলীর।