টোকিওর প্রস্তুতির জন্য প্রো লিগের দিকে তাকিয়ে শ্রীজেশরা

করোনার জন্য দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে নেই শ্রীজেশরা। যা কিছুটা হলেও চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।

টোকিওর প্রস্তুতির জন্য প্রো লিগের দিকে তাকিয়ে শ্রীজেশরা
সৌজন্যে-শ্রীজেশ টুইটার
Follow Us:
| Updated on: Jan 18, 2021 | 6:28 PM

বেঙ্গালুরু: করোনার প্রভাব কাটিয়ে এপ্রিলে প্রো লিগ (FIH Hockey Pro League) দিয়ে হকিতে ফিরছে ভারতীয় টিম। যেখান থেকে টোকিও অলিম্পিকের প্রস্তুতি শুরু করতে চাইছেন পিআর শ্রীজেশ। ভারতীয় টিমের অভিজ্ঞ কিপার বলেই দিয়েছেন, ‘আমরা আশা করছি, নির্ধারিত সূচি অনুযায়ীই প্রো লিগ হবে। সেটা হলে বেশ কিছু ভালো টিমের বিরুদ্ধে আমরা খেলার সুযোগ পাব। অলিম্পিকের প্রস্তুতির জন্য যেটা অত্যন্ত জরুরি।’

আরও পড়ুন: মায়ের প্রেরণাতেই ৫ উইকেটের নজির সিরাজের

এপ্রিলে আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচ। তার পর গ্রেট ব্রিটেন, স্পেন, জার্মানি বিরুদ্ধে ম্যাচ মে মাসে। হকি ক্রমপর্যায়ের প্রথম সারির টিমগুলোর বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি পরখ করে নিতে পারবে ভারত। করোনার জন্য দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে নেই শ্রীজেশরা। যা কিছুটা হলেও চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।

আরও পড়ুন: টানা ৮০০ সপ্তাহ সেরা দশে থাকার রেকর্ড নাদালের

শ্রীজেশ বলেওছেন, ‘এই রকম ম্যাচগুলোই আমাদের দরকার। অলিম্পিকের জন্য় টিম তৈরি করতে এই রকম ম্যাচগুলোই দরকার। যারা এই ম্যাচগুলোতে সেরাটা দিতে পারবে, তারাই সুযোগ পাবে টোকিও যাওয়ার।’

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে সিরিজ ড্র হারের সমান: পন্টিং

করোনার জন্য দীর্ঘ দিন বায়ো বাবলে আছে ভারতীয় হকি টিম। জৈব সুরক্ষায় থাকা নিয়ে যখন অন্য খেলার প্লেয়াররা অভিযোগ করছেন, তখন শ্রীজেশের মত, এই বায়ো বাবলই তাঁদের মানসিক ভাবে আরও পোক্ত করে তুলেছে। তাঁর কথায়, ‘আমার তো মনে হয়, গত এক বছর বায়ো বাবলের মধ্যে কাটানো আমাদের মানসিক ভাবে আরও শক্ত করে তুলেছে। এই রকম অতিমারী পরিস্থিতিতে সাই এবং হকি ইন্ডিয়া আমাদের সব রকম সুযোগ সুবিধা দিয়েছে। তার জন্য আমরা কৃতজ্ঞ।’