ATK Mohun Bagan: ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কৃষ্ণাদের, মাঠে আসতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা

বাংলাদেশের বসুন্ধরা কিংসকে হালকা চোখে দেখলেই ভুল করবেন ফেরান্দো। এএফসি কাপের প্রথম ম্যাচেই মলদ্বীপের মেজিয়া স্পোর্টসকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা। গাম্বিয়ার স্ট্রাইকার নুহা মারোং, ব্রাজিলিয়ান উইঙ্গার রবিনহো ছাড়়াও আছেন আর এক মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা।

ATK Mohun Bagan: ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কৃষ্ণাদের, মাঠে আসতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা
কৃষ্ণাদের ম্যাচ দেখতে মাঠে আসার সম্ভাবনা সঞ্জীব গোয়েঙ্কার। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2022 | 6:30 PM

কলকাতা: এএফসি কাপের  (AFC Cup) প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গোকুলাম কেরালা এফসির কাছে হারতে হয়েছে সবুজ-মেরুনকে। নক আউটে ওঠার জন্য নিজেদের জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গোকুলামের পয়েন্ট নষ্টের দিকেও। যদিও, নিজেদের কাজেই ফোকাস করতে চাইছেন হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাগানের স্প্যানিশ কোচ। গোকুলামের কাছে ২-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর, মোহনবাগানের ফুটবলকে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন গোকুলাম কোচ। আই লিগে অবনমন বাঁচাতে লড়াই চালানো রিয়াল কাশ্মীরের চেয়েও সবুজ-মেরুনকে পিছিয়ে রেখেছিলেন ভিনচেঞ্জো। মুখে নয়, মাঠে এ বার নিজেদের সেরাটা দেখানোর চ্যালেঞ্জ প্রীতম, লিস্টনদের সামনে। গোকুলাম ম্যাচের হার ভুলে নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছে এটিকে মোহনবাগান। শনির যুবভারতীতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান রয় কৃষ্ণারা।

বাংলাদেশের বসুন্ধরা কিংসকে হালকা চোখে দেখলেই ভুল করবেন ফেরান্দো। এএফসি কাপের প্রথম ম্যাচেই মলদ্বীপের মেজিয়া স্পোর্টসকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা। গাম্বিয়ার স্ট্রাইকার নুহা মারোং, ব্রাজিলিয়ান উইঙ্গার রবিনহো ছাড়়াও আছেন আর এক মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা। ইরানের ডিফেন্ডার খালেদ শাফিয়েই, তারিক কাজিরাও যথেষ্ট বেগ দিতে তৈরি। হ্যামস্ট্রিংয়ের চোটে নেই হুগো বোমাস। এসিএল টিয়ারে ৮ মাস মাঠের বাইরে তিরি। বাগান শিবির যেন মিনি হাসপাতাল। শনিবারের ম্যাচে রক্ষণে খেলবেন কার্ল ম্যাকহিউ। বাগান কোচ হুয়ান ফেরান্দো বলছেন, ‘আইএসএল খেলার সময় একটানা বায়ো বাবলে ফুটবলাররা ছিল। মাঝে কয়েক দিনের বিরতিতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে, আবার এএফসি কাপের ম্যাচে ঢুকে পড়তে হয়েছে। মানসিক ভাবে এটা অনেক ব্যাঘাত ঘটায়। অতীত নিয়ে ভাবতে চাই না। জয়ের জন্য ঝাঁপানোই এখন একমাত্র লক্ষ্য আমার। অ্যাটাকিং ফুটবলই আমার প্রধান অস্ত্র।’

এদিকে এটিকে মোহনবাগানের শনিবারের ম্যাচ দেখতে আসতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা। এমনই খবর সূত্রের। আইপিএলে রাহুলদের খেলা দেখতে প্রতি ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছে লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। আইপিএলের প্লে অফ ম্যাচ খেলতে এখন কলকাতায় এসেছে লখনউ সুপার জায়ান্টস। প্লে অফের ম্যাচের জন্য হাতে কিছুটা সময়ও আছে। এএফসি কাপের প্লে অফ কিংবা মূলপর্বের প্রথম ম্যাচের দিনও আইপিএলে লখনউয়ের ম্যাচও ছিল। রাহুলদের ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন লখনউয়ের কর্ণধার। তবে, শনিবার এএফসি কাপে এটিকে মোহনবাগানের ম্যাচে যুবভারতীতে সঞ্জীব গোয়েঙ্কাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন: IPL 2022 Orange Cap: আজ রান বাড়ানোর পালা অরেঞ্জ ক্যাপের মালিক বাটলারের