Emami East Bengal: ইস্টবেঙ্গলের ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে বিগ বি থেকে কিং খানকে

আরপিএসজি আর ইমামি- এ বারের বড় ম্যাচে দুই কর্পোরেটের হেভিওয়েট দ্বৈরথও দেখবেন ফুটবলপ্রেমীরা।

Emami East Bengal: ইস্টবেঙ্গলের ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে বিগ বি থেকে কিং খানকে
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2022 | 7:32 PM

কলকাতা: বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (EastBengal)। একেবারে পেশাদার মোড়কে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে তৈরি বিনিয়োগকারী সংস্থা। তার জন্য যা যা করণীয়, সবই করতে তৈরি এই ইনভেস্টর। বড় লক্ষ্য নিয়ে এগনোর বার্তা ইমামি (Emami) কর্তাদের। আর তার জন্য দলগঠনে কোনও খামতি রাখতে চায় না। ইমামির ডিরেক্টর আদিত্য আগরওয়াল তো বলেই দিলেন, ‘কথা কম, কাজ বেশি এই মোটো নিয়েই আমরা এগোতে চাই।’ ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্নের দিনেই নতুন লোগো উন্মোচন হল। ইমামি ইস্টবেঙ্গল নতুন দিশা দেখাতে তৈরি।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান থেকে বরুণ ধাওয়ান- ইমামির বিজ্ঞাপনে দেখা যায় অনেককেই। আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচে বলিউড তারকাদের দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। মঙ্গলবার ইমামির দুই প্রধান কর্তা তা জানালেন। ভবিষ্যতে অবশ্যই তারা এটা নিয়ে পদক্ষেপ নেবেন। তবে পরিকল্পনা যে আছে তা বলার অপেক্ষা রাখে না‌। চুক্তি কত বছরের? আদিত্য আগরওয়ালের উত্তর, ‘এটা অনেকটা বিয়ের মতো। বিয়েতে যেমন রেজিস্ট্রি করতে হয়, আমরাও তাই করলাম। বিচ্ছেদের কথা ভাবছিই না।’

আরপিএসজি আর ইমামি- এ বারের বড় ম্যাচে দুই কর্পোরেটের হেভিওয়েট দ্বৈরথও দেখবেন ফুটবলপ্রেমীরা। ইমামির অপর ডিরেক্টর মণীশ গোয়েঙ্কা বললেন, ‘ওদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার সময় ওদের কাছ থেকে পরামর্শও নিই। লড়াই নব্বই মিনিটের।’

তবে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এ দিন চিরশত্রুকে ছেড়ে কথা বললেন না। খারাপ সময়ে পড়শি ক্লাবের অনেক টিপ্পনিই সহ্য করতে হয়েছে‌। ইমামির সঙ্গে আনুষ্ঠানিক গাঁটছড়া করার দিনে দেবব্রত বললেন, ‘ইস্টবেঙ্গল আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে। সমর্থকদের কাছে এ এক বিশেষ প্রাপ্তি তো বটেই। আর আমরা কোনও আইএসএল খেলা ক্লাবের সঙ্গে যুক্ত হইনি। ওদের সঙ্গে আমাদের অনেক তফাৎ আছে।’ উল্লেখ্য, এর মধ্যেই নতুন বোর্ড মিটিং হতে চলেছে। ইমামি ইস্টবেঙ্গলের বোর্ডে ইমামির ৭৭ শতাংশ শেয়ার থাকছে। বাকি ২৩ শতাংশ ইস্টবেঙ্গলের। বোর্ডে ইমামির ৭ জন ডিরেক্টর থাকবেন। ক্লাবের তরফ থেকে থাকবেন ৩ ডিরেক্টর।