ISL 2021-22: ডার্বি জিতেও মুম্বই ম্যাচের লক্ষ্যে স্থির সবুজ-মেরুন

বড় ম্যাচ প্রসঙ্গে লিস্টন বলছেন, 'ছোটবেলা থেকেই ডার্বি খেলার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণ করার জন্যই কলকাতার ক্লাবে সই করেছি। এটিকে মোহনবাগানের হয়ে সেই সুযোগ পেয়েছি এবং গোলও করেছি। আইএসএলে পরপর ২ ম্যাচে গোল করলাম। আমার কাছে অনেকেই জানতে চেয়েছে, কোনটা সেরা। আমি তো বলব, দুটো গোলই আমার সেরা প্রাপ্তি। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে গোলটা ছিল সবুজ-মেরুন জার্সিতে প্রথম। তাই তৃপ্তি পেয়েছিলাম। আর ডার্বিতে গোল করে স্বপ্নপূরণ হয়েছে। বড় ম্যাচের এই গোল আমি সবুজ-মেরুন সমর্থকদের উত্সর্গ করলাম।'

ISL 2021-22: ডার্বি জিতেও মুম্বই ম্যাচের লক্ষ্যে স্থির সবুজ-মেরুন
এটিকে মোহনবাগান। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2021 | 5:46 PM

মারগাও: ডার্বি (Derby) জেতার পরেও বাড়তি কোনও উন্মাদনা নেই এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) শিবিরে। বরং আরও কঠোর সবুজ-মেরুন শিবির। ফুটবলারদের মধ্যে যাতে আত্মতুষ্টি না আসে, সে দিকে নজর কোচ হাবাসের (Antonio Habas)। বড় ম্যাচ জেতার পরের দিন পুল সেশনেই সময় কাটালেন ফুটবলাররা। প্রায় দু’ঘণ্টা চলল রিকভারি সেশন। রয় কৃষ্ণা, মনবীর সিংদের উপর কড়া নজরদারি চালালেন কোচ হাবাস। বিকেলে টিমকে বিশ্রাম দেন। সোমবার থেকে ফের অনুশীলনে অমরিন্দররা।

বুধবার এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। গত বছর এই মুম্বইয়ের কাছে ফাইনালে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল প্রীতম কোটালদের। এমনকি আইএসএলের শিল্ড জেতাও হয়নি মুম্বইয়ের কাছে হারের ফলে। পরপর দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেছিলেন রয় কৃষ্ণারা। সেই মুম্বইকে হারিয়েই এ বার বদলা নিতে চান মনবীররা। সেই লক্ষ্যেই স্থির কোচ হাবাস। তাই কোনও রকম বাড়তি উচ্ছ্বাসে ভাসতে নারাজ বাগানের স্প্যানিশ কোচ। ম্যাচ প্রতি ম্যাচ লক্ষ্য রেখে এগিয়ে যাওয়াই তাঁর পাখির চোখ। এ বছর লিগের শীর্ষে থাকার পাশাপাশি চ্যাম্পিয়ন হতেও মরিয়া রয় কৃষ্ণারা (Roy Krishna)।

ডার্বি অভিষেকেই গোল পেয়েছেন লিস্টন কোলাসো (Liston Colaco)। হায়দরাবাদ এফসিতে গত বছর দুরন্ত পারফর্ম করার পর তরুণ ফরোয়ার্ডকে দলে নিতে দেরি করেনি এটিকে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সিতে কেরিয়ারের প্রথম গোল করেছিলেন। আর গতকাল ডার্বি অভিষেকেই বাজিমাত। বাগান সমর্থকদের কাছে হিরো বনে গিয়েছে গোয়ার এই ছেলে। বড় ম্যাচ প্রসঙ্গে লিস্টন বলছেন, ‘ছোটবেলা থেকেই ডার্বি খেলার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণ করার জন্যই কলকাতার ক্লাবে সই করেছি। এটিকে মোহনবাগানের হয়ে সেই সুযোগ পেয়েছি এবং গোলও করেছি। আইএসএলে পরপর ২ ম্যাচে গোল করলাম। আমার কাছে অনেকেই জানতে চেয়েছে, কোনটা সেরা। আমি তো বলব, দুটো গোলই আমার সেরা প্রাপ্তি। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে গোলটা ছিল সবুজ-মেরুন জার্সিতে প্রথম। তাই তৃপ্তি পেয়েছিলাম। আর ডার্বিতে গোল করে স্বপ্নপূরণ হয়েছে। বড় ম্যাচের এই গোল আমি সবুজ-মেরুন সমর্থকদের উত্সর্গ করলাম।’

মুম্বইয়ে বিরুদ্ধে গোল করলেই টানা ৩ ম্যাচে গোল করার নজির গড়বেন লিস্টন। সেই লক্ষ্যেই সচেষ্ট তিনি। এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) বিরুদ্ধে ৩-০ জিতলেও, ব্যবধান বাড়াতে পারত এটিকে মোহনবাগান। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে সুযোগ নষ্ট করলে দলকে তার খেসারত দিতে হতে পারে। ডার্বিতে গোল করেও লিস্টন জানাতে ভুললেন না, ‘যে গোলের সুযোগ নষ্ট করেছি, সেটা গত রাতে শুয়ে শুয়ে বারবার ভেবেছি। এই মিস যেন আর না হয়। এই প্রতিজ্ঞা নিয়েই পরের ম্যাচগুলোয় মাঠে নামব।’

আরও পড়ুন: World Table Tennis Championships Finals: বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের মিক্সড ডাবলসে মনিকা-সাথিয়ানের হার