ISL 2021-22: অনুশীলনে তিরি, জোরকদমে অনুশীলন সবুজ-মেরুনের

বৃহস্পতিবার থেকেই এটিকে মোহনবাগানের অনুশীলনে যোগ দেন তিরি। দু' সপ্তাহের উপর হোটেলবন্দি জীবন কাটিয়ে মাঠে নামেন স্প্যানিশ ডিফেন্ডার। শুক্রবারও দলের সঙ্গে অনুশীলন করেন তিনি।

ISL 2021-22: অনুশীলনে তিরি, জোরকদমে অনুশীলন সবুজ-মেরুনের
ISL 2021-22: অনুশীলনে তিরি, জোরকদমে অনুশীলন সবুজ-মেরুনের
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2022 | 10:30 AM

ফতোরদা: কোভিডের (COVID 19) জন্য টানা ৩টে ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে। নিজেদের দলের অধিক ফুটবলার কোভিড পজিটিভ থাকায় প্রথম দুটো ম্যাচ খেলতে পারেনি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বাগান ফুটবলাররা সুস্থ হয়ে গেলেও কেরালা শিবিরে করোনা হানা দেওয়ায় ফের স্থগিত হয়ে যায় ম্যাচ। এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসির (Odisha FC) ৮ তারিখের স্থগিত হয়ে যাওয়া ম্যাচ হবে রবিবার। তার আগে জোরকদমে অনুশীলনে সবুজ-মেরুন ব্রিগেড।

বৃহস্পতিবার থেকেই এটিকে মোহনবাগানের অনুশীলনে যোগ দেন তিরি। দু’ সপ্তাহের উপর হোটেলবন্দি জীবন কাটিয়ে মাঠে নামেন স্প্যানিশ ডিফেন্ডার। শুক্রবারও দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। কোভিড পজিটিভ আইসোলেশনে থাকতে হয়েছিল তাঁকে। তবে অনুশীলনে নামলেও ফিটনেস নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে ফেরান্দোর। কার্ল ম্যাকহিউ চোট কাটিয়ে অনেকটা ফিট। ওড়িশা এফসির বিরুদ্ধে রক্ষণ নিয়ে চিন্তা অনেকটা কমেছে ফেরান্দোর। সন্দেশ ঝিঙ্গানও দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন। ওড়িশার বিরুদ্ধে প্রথম থেকেই খেলতে পারেন সন্দেশ। বাগানের পুরো দল এখন করোনামুক্ত।

৫ তারিখের পর আর কোনও ম্যাচ খেলেনি এটিকে মোহনবাগান। দীর্ঘ এই বিরতিই ভাবাচ্ছে ফেরান্দোকে। রোডাস, জাবি হার্নান্ডেজদের ওড়িশা চলতি আইএসএলে বেশ ভালো পারফর্ম করছে। গত ম্যাচেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ২-০ গোলে হারিয়েছে ওড়িশা। তাই রবিবারের রাতে ফাতোরদায় নামার আগে বেশ সতর্কই থাকছেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো।