AFC Cup 2022: লিস্টন কোলাসোর দুরন্ত হ্যাটট্রিক, বসুন্ধরাকে ৪-০ ওড়াল এটিকে মোহনবাগান

আই লিগ (I League) চ্যাম্পিয়নদের কাছে হারের পর কথা উঠে গিয়েছিল ডিফেন্স নিয়ে। এএফসি কাপের (AFC Cup 2022) পরের ম্যাচেই দুরন্ত ঘুরে প্রত্যাবর্তন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)।

AFC Cup 2022: লিস্টন কোলাসোর দুরন্ত হ্যাটট্রিক, বসুন্ধরাকে ৪-০ ওড়াল এটিকে মোহনবাগান
লিস্টন কোলাসোর দুরন্ত হ্যাটট্রিক, বসুন্ধরাকে ৪-০ ওড়াল এটিকে মোহনবাগান
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2022 | 10:15 PM

মোহনবাগান-৪ : বসুন্ধরা কিংস-০ (লিস্টন ২৫, ৩৪ ও ৫৩, উইলিয়ামস ৭৭)

কলকাতা: আই লিগ (I League) চ্যাম্পিয়নদের কাছে হারের পর কথা উঠে গিয়েছিল ডিফেন্স নিয়ে। এএফসি কাপের (AFC Cup 2022) পরের ম্যাচেই দুরন্ত ঘুরে প্রত্যাবর্তন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। বাংলাদেশের বসুন্ধরা কিংসকে (Basundhara Kings) ৪-০ উড়িয়ে দিল হুয়ান ফেরান্দোর টিম। এই জয়ের ফলে নক আউটে যাওয়ার আশা জিইয়ে রাখল সবুজ মেরুন। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের একে বাগান। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে গোকুলম কেরালা (Gokulam Kerala)। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৩ নম্বরে রয়েছে ওপার বাংলার টিম। চারে মাজিয়া। মোহনবাগানের গ্রুপ লিগের শেষ ম্যাচ মাজিয়ার বিরুদ্ধে। ওই ম্যাচ জেতার পাশাপাশি কেরলের টিমকে একটা ম্যাচ হারতেও হবে। তা হলেই গোল পার্থক্যে নক আউটে যেতে পারবেন লিস্টন কোলাসো, ডেভিড উইলিয়ামসরা।

শনি-বিকেলে মোহনবাগান-ঝড়ের আগে শহর জুড়ে চলল ঝড়ের তাণ্ডব। খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিতে হয়। ৫৫ মিনিট বন্ধ ছিল খেলা। এই রকম ম্যাচে দেখা যায়, খেলা শুরু হওয়ার পর ফোকাস হারিয়ে ফেলে। মোহনবাগান এই ম্যাচটা ঘিরে অনেক বেশি ফোকাসড ছিল। এএফসি কাপের নক আউটে যাওয়ার জন্য মরিয়া হয়ে মাঠে নামার ফলও মিলল হাতেনাতে। হ্যাটট্রিক করে বিপক্ষকে উড়িয়ে দিলেন লিস্টন। ২৫ মিনিটে প্রথম গোল তাঁর। তবে ওই গোলটা মোহনবাগানকে উপহার দিল বসুন্ধরা কিংস। বাংলাদেশের টিমের বিশ্বনাথ ঘোষ বল ক্লিয়ার করতে গিয়ে তা তুলে দেন কার্ল ম্যাকহিউকে। বাগানের বিদেশির পাঠানো লব থেকে ১-০ করেন লিস্টন কোলাসো। চলতি মরসুমে গোয়ান ফুটবলার দারুণ সফল। যখনই সুযোগ পেয়েছেন, নিজেকে প্রমাণ করেছেন। সবুজ-মেরুনের নির্ভরযোগ্য হয়ে উঠেছেন ধীরে ধীরে। কেন তাঁর উপর ভরসা রাখতে হবে, সেটাই প্রমাণ করে দিলেন ৩৪ মিনিটে দ্বিতীয় গোলের সময়ই। জনি কাউকোর চকিত পাস পেয়ে ওপার বাংলার টিমের বক্সে ঢুকে পড়েন লিস্টন। বিপক্ষের কিপার আনিসুর রহমানকে কাটিয়ে ২-০ করে ফেলেন। ৫৩ মিনিটে বসুন্ধরার ভুল কাজে লাগিয়ে মনবীরের ক্রস থেকে টিমের ও নিজের তৃতীয় গোল করেন লিস্টন।

বসুন্ধরা আগের ম্যাচে মাজিয়াকে হারিয়েছে। মোহনবাগান আবার এই ম্যাচ জেতায় গ্রুপ লিগ জমে গেল। ছন্দে থাকা গোকুলমকে টপকে যদি নক আউটে যেতে হয়, তা হলে বসুন্ধরার দিকেই তাকিয়ে থাকতে হবে মোহনবাগানকে। বাংলাদেশের টিম যদি হারাতে পারে আই লিগ চ্যাম্পিয়নদের, তবেই পরের পর্বে যেতে পারবে ফেরান্দোর টিম। আগের ম্যাচে আই লিগ চ্যাম্পিয়ন গোকুলম কেরালার কাছে ২-৪ হারের পর বাগান ডিফেন্স নিয়ে কথা উঠে গিয়েছিল। তিরির চোট চাপে ফেলে দিয়েছিল হুয়ান ফেরান্দোর টিমকে। এই ম্যাচে অবশ্য চমৎকার পারফর্ম করলেন বাগানের ডিফেন্ডাররা। বাংলাদেশের টিমের কোচ ভারতে নানা টিমকে কোচিং করিয়ে যাওয়া স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। কিন্তু বৃষ্টি ভেজা মাঠে মোহনবাগানকে কী ভাবে থামাতে হবে, তা তিনি বুঝতে পারেননি। ৭৭ মিনিটে আবার ডেভিড উইলিয়ামসনের গোলে ৪-০। তবে সহজ সুযোগগুলো মিস না করলে স্কোর লাইন আরও বাড়তে পারত।