Mohun Bagan: ‘মোহনবাগান বললেই মায়ের কথা মনে পড়ে’, তাঁবুর উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী

ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান আর রসগোল্লার গুরুত্ব অপরিসীম।

Mohun Bagan: 'মোহনবাগান বললেই মায়ের কথা মনে পড়ে', তাঁবুর উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী
মোহনবাগান ক্লাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2022 | 7:22 PM

কলকাতা: মোহনবাগান ক্লাব জুড়ে সকাল থেকেই সাজ সাজ রব। বুধবার মোহনবাগানের (Mohun Bagan) নবনির্মিত ক্লাব তাঁবু উদ্বোধন করতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্লাবেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নানা আয়োজন। ক্লাবের প্রধান দরজা থেকে তাঁবুতে প্রবেশের পথ। সারিবদ্ধ ঢাকি। ঢাকের তালে ক্লাবে প্রবেশ মুখ্যমন্ত্রীর। মোহনবাগানের জার্সি পরা কয়েকজন খুদে। ওদের দেখেই দাঁড়ি পড়লেন মুখ্যমন্ত্রী। গালে হাত ছুঁয়ে আদর করলেন। মোহনবাগান কর্তা, নিরাপত্তারক্ষীদের সরিয়ে ওদের সঙ্গে ছবিও তুললেন মুখ্যমন্ত্রী।

নতুন ভাবে সাজানো হয়েছে মোহনবাগানের তাঁবু। গ্যালারির তলায় তৈরি হয়েছে নতুন ড্রেসিংরুম, জিম। মেডিক্যাল ইউনিটও অনেক উন্নতি করা হয়েছে। বিকেল চারটেয় মোহনবাগানে ক্লাব লনে প্রবেশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপরই নবনির্মিত তাঁবু উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাব তাঁবুর অন্দরসজ্জা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ সময় ট্রফির ক্যাবিনেট দেখেন। নানা মতামতও দেন মোহনবাগান কর্তাদের।

৫৮ বছর পর ফের মোহনবাগানের তাঁবু উদ্বোধন করলেন রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী। ১৯৬৪ সালে মোহনবাগান তাঁবু উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মোহনবাগান ক্লাবে প্রবেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ-মেরুন পাড় দেওয়া শাড়ি পরেই মোহনবাগানে আসেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে আজীবন সদস্যপদ তুলে দেন মোহনবাগানের সহ সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়। সবুজ-মেরুন উত্তরীয় দিয়ে মুখ্যমন্ত্রীকে সম্মানিত করেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। ফুটবল তুলে দেন বাগানের অপর ঘরের ছেলে মানস ভট্টাচার্য।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোহনবাগান বললেই মায়ের কথা মনে পড়ে। মোহনবাগানের খেলা থাকলেই মা কালীঘাটের মন্দিরে পুজো দিতে পাঠাত। রেডিও নিয়ে বসে থাকত। পেলে যে বার খেলতে এল, মায়ের ভীষণ উত্তেজনা ছিল। মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই। মোহনবাগানের মাটি, সোনার চেয়েও খাঁটি। চারটে জিনিস- ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান আর রসগোল্লার গুরুত্ব অপরিসীম।’

ক্লাবের উন্নয়ণের জন্য আরও ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৭ অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের মিউজিয়াম উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।