Cristiano Ronaldo: রোনাল্ডো বিক্রির নয়, পরিষ্কার বলে দিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) চাইলেও তাঁকে ছাড়বে না ক্লাব, জানিয়ে দিলেন কোচ এরিক টেন হ্যাগ।

Cristiano Ronaldo: রোনাল্ডো বিক্রির নয়, পরিষ্কার বলে দিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ
রোনাল্ডো 'নট ফর সেল'Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2022 | 6:37 PM

ব্যাঙ্কক: প্রি সিজনে টিমের সঙ্গে এখনও যোগ দেননি তিনি। প্রাক মরসুম প্রস্তুতি যে করবেন, তা নিয়েও প্রবল ধোঁয়াশা। শোনা যাচ্ছে, ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) নাকি ছেড়ে দিতে চাইছেন। যাঁকে নিয়ে এত কথা, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) চাইলেও তাঁকে ছাড়বে না ক্লাব, জানিয়ে দিলেন কোচ এরিক টেন হ্যাগ (Erik Ten Hag)। আপাতত তাইল্যান্ড সফরে গিয়েছে ম্যান ইউনাইটেড। সেখান থেকে অস্ট্রেলিয়া যাবে টিম, প্রি সিজনের বাকি অংশ সারতে। সিআর সেভেন যে সেখানেও টিমের সঙ্গে যোগ দেবেন, তেমন সম্ভাবনা কম। যত দূর জানা যাচ্ছে, পারিবারিক কারণে এখনও প্রাক মরসুম প্রস্তুতিতে যোগ দেননি তিনি।

ব্যাঙ্ককে মঙ্গলবার লিভারপুলের বিরুদ্ধে প্রথম প্রাক মরসুম ফ্রেন্ডলি খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রোনাল্ডোকে যতই ধোঁয়াশা থাক, নতুন কোচ এরিক কিন্তু ৩৭ বছরের সুপারস্টারকে বলে দিচ্ছেন, ‘রোনাল্ডোকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। জানি, মিডিয়ায় অনেক কিছু লেখা হচ্ছে, নানা কিছু বলা হচ্ছে। কিন্তু রোনাল্ডো বিক্রির জন্য নয়। ওকে নিয়ে নিশ্চিত ভাবেই আমাদের ভাবনা রয়েছে। রোনাল্ডো সহ আমরা সাফল্য পেতে চাই।’

সিআর সেভেনকে নিয়ে প্রশ্ন ওঠার আগেই এরিকের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তখনই পুরো ব্যাপারটা কোচকে বুঝিয়ে বলেছেন তিনি। এরিক বলেছেন, ‘এই ইস্যুটা তৈরি হওয়ার আগেই ওর সঙ্গে আমার কথা হয়েছিল। দীর্ঘ কথা হয়েছে, ও আমাকে পুরোটা বুঝিয়ে বলেছে। তবে কী বলেছে, সেটা আমাদের মধ্যেই থাকবে।’

প্রায় এক যুগ পর গত মরসুমে জুভেন্তাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন রোনাল্ডো। ২৪টা গোলও করেছিলেন। কিন্তু তিনি নিজে ছন্দে থাকলেও টিম সে ভাবে সাফল্য পায়নি। এই ব্যর্থতার দায়ই আর নিতে চান না রোনাল্ডো। যে কারণে অন্য ক্লাবেই খেলতে চান তিনি। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও তাঁকে ছাড়ার পক্ষপাতী নয়।