East Bengal: খসড়া চুক্তিপত্র পায়নি ক্লাব, ইমামিকে পাল্টা চিঠি ইস্টবেঙ্গলের

এ বার ইস্টবেঙ্গলের কোর্টে বল। ইমামির প্রস্তাবে তারা সাড়া দেবে কিনা, নাকি আবার শুরু হবে দড়ি টানাটানি, তাই এখন দেখার।

East Bengal: খসড়া চুক্তিপত্র পায়নি ক্লাব, ইমামিকে পাল্টা চিঠি ইস্টবেঙ্গলের
ইস্টবেঙ্গল কার্যকরী সমিতির সভা।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2022 | 9:27 PM

কলকাতা: ইমামি গ্রুপ মঙ্গলবার বিকেলে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবকে চুক্তিপত্রের খসড়া পাঠিয়ে দিলেও এখনও তা কর্তাদের হাতে পৌঁছয়নি। ফলে চুক্তিপত্রের রূপরেখা কী হতে পারে, তা না জানলেও কর্তারা নিজেদের মধ্যে নতুন ইনভেস্টরকে নিয়ে আলোচনা সেরে ফেলল। কোয়েস বা শ্রীসিমেন্টের মতো ‘লাগামছাড়া’ কোনও শর্ত আরোপ করবে না ইমামি, এমনই বিশ্বাস কর্তা মহলে। আলোচনা প্রেক্ষিতে নিজেদের দাবিদাওয়ার নিষ্পত্তি সম্ভব বলেই মনে করছে ক্লাব প্রশাসন। একই সঙ্গে ইমামিকে পাল্টা চিঠিও পাঠাল ক্লাব। আইএসএলের (ISL) টিম গড়তে যাতে সমস্যা না হয়। আইএসএলে ভালো ফল করার মতোই টিম যাতে গড়া যায়, সে ব্যাপারে সমস্ত সাহায্য চাওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে।

ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার কার্যকরী সমিতির সভার পর বলেন, ‘ইমামি হয়তো চুক্তিপত্রের খসড়া পাঠিয়েছে, এখনও আমরা হাতে পাইনি। যে হেতু চুক্তির ক্ষেত্রে আইনী ব্যাপার থাকে, তাই এক মাস দেরি হতেই পারে। এই সময়টুকু দিতেই হবে। একটা ব্যাপার বলতেই হবে, আগের ইনভেস্টরদের থেকে এরা অনেক ভালো। এদের মধ্যে খারাপ দিক নেই।’

ইমামি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য আগরওয়াল কিন্তু বলে দিচ্ছেন, ‘চুক্তিপত্রের খসড়া পাঠানো হয়েছে ক্লাবে। আশা করি এই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়াটা মিটে যাবে। আমাদের তরফে বলতে পারি, যবে বলা হবে, চুক্তিপত্রে সই করে দেব।’ ইমামি তাদের প্রাথমিক কাজ সেরে ফেলেছে। এ বার ইস্টবেঙ্গলের কোর্টে বল। ইমামির প্রস্তাবে তারা সাড়া দেবে কিনা, নাকি আবার শুরু হবে দড়ি টানাটানি, তাই এখন দেখার।

এরই মধ্যে আবার ইমামিকে চিঠি পাঠাচ্ছে ক্লাব, ভালো মতো দলগঠন যাতে হয়, সে দিকে ফোকাস করার অনুরোধ করা হচ্ছে। চিঠিতে লেখা হল, আইএসএলের দিকে তাকিয়ে সব টিমই তাদের দল গড়ার কাজ প্রায় শেষ করে ফেলেছে। নতুন ইনভেস্টরের কাছে আবেদন, গত ২-৩ বছর ইস্টবেঙ্গল সে ভাবে পারফর্ম করতে পারেনি। এ বার যেন তেমন না হয়। সেই কারণেই ভালো টিম বানাতে চায় ক্লাব। ইনভেস্টরের তরফে সব রকম সাহায্য চাওয়া হচ্ছে। চুক্তির প্রক্রিয়া যেমন চলছে চলুক, দল গড়ার কাজও শুরু করে দেওয়া হোক।

EB LETTER

ইমামির কর্ণধার আদিত্য চিঠির সারমর্ম শুনে বলে দিলেন, ‘ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য আমরা জানি। আইএসএলে ভালো খেলার জন্য ঠিকঠাক টিম যাতে তৈরি হয়, সেটা আমরাও চাই। সে কথা মাথায় রেখেই আমরা দ্রুত পুরো প্রক্রিয়াটা শেষ করতে চাইছি। আশা করি দ্রুত সব মিটে যাবে।’

ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা এরই মধ্যে ক্লাবকে চিঠি দিয়ে জানিয়েছেন, গত কয়েক মরসুম আইএসএল খেললেও সে ভাবে পারফর্ম করতে পারেনি টিম। লক্ষ লক্ষ সমর্থক এ নিয়ে হতাশ। আগামী মরসুমে টিম সাফল্য পাক, এই স্বপ্নই দেখছেন সমর্থকরা। তাঁদের কথা ভেবে, ক্লাবের ঐতিহ্যের কথা ভেবে দ্রুত দলগঠনের প্রক্রিয়া শুরু হোক। দেবব্রত বলেন, ‘প্রাক্তনরাই ক্লাবের সব কিছু। তবে ওঁদের বলব, একটু ধৈর্য ধরুন। ভালো টিম যাতে গড়া যায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এগোব।’