East Bengal: জামশেদপুরের বিরুদ্ধে বড় জয় ইস্টবেঙ্গলের

ISL 2022-23: জোড়া গোল ক্লেটনের। নাওরেম মহেশের অনবদ্য পারফরম্যান্স। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট। এক রাশ স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে। টানা চার ম্যাচে হারল জামশেদপুর এফসি।

East Bengal: জামশেদপুরের বিরুদ্ধে বড় জয় ইস্টবেঙ্গলের
Image Credit source: ISL
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 5:04 PM

জামশেদপুর : ধারাবাহিকতার অভাবে ভুগছিল ইস্টবেঙ্গল (East Bengal)। কখনও অনবদ্য জয়। কখনও আবার এগিয়ে থেকে অপ্রত্যাশিত হার। ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2022-23) আজ অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। একই পরিস্থিতি ছিল জামশেদপুর এফসিরও (Jamshedpur FC)। তারাও জয়ের খোঁজে। গত ম্যাচে ঘরের মাঠে ওডিশা এফসির বিরুদ্ধে ২-০ এগিয়ে বিরতিতে গিয়েছিল ইস্টবেঙ্গল। বিরতির পর যেন অন্য এক ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে ৪ গোল খায় ইস্টবেঙ্গল। ২-০ এগিয়ে থেকেও ওডিশা এফসির কাছে ২-৪ ব্যবধানে হার। জামশেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল মরিয়া লাল-হলুদ শিবির। অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসিকে ৩-১ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল। ম্য়াচ রিপোর্ট TV9Bangla-য়।

লিগ টেবলে শেষের দিকে ছিল জামশেদপুরও। এর আগের ম্যাচে চেন্নায়িনের কাছে ১-৩ গোলে হেরেছে জামশেদপুর। এদিন ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে তারা। ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ভিপি সুহের। অনবদ্য টিম গেমেই গোলের পরিস্থিতি তৈরি হয়। ক্লেটন সিলভার ব্যাক ফ্লিক নাওরেম মহেশ বল ধরেন। তাঁর ক্রসে ডাইভিং হেডারে গোল করেন ভিপি সুহের। শুরুতেই গোল করায় আত্মবিশ্বাসে ফুটতে থাকতে লাল হলুদ শিবির। অ্যাওয়ে ম্যাচেও এ বার প্রচুর লাল-হলুদ সমর্থক দেখা গিয়েছে। জামশেদপুরেও তার অন্যথা হল না। গ্যালারিতে প্রচুর সমর্থক। ভরসা পেলেন লালহলুদ ফুটবলাররাও। ২ মিনিটে এগিয়ে যাওয়া থেকে ২৬ মিনিটে ব্যবধান বাড়ানো। এবারও গোলে ভূমিকা নিলেন নাওরেম মহেশ। ক্লেটন সিলভার গোলে ২-০ ব্য়বধান বাড়ায় ইস্টবেঙ্গল।

ক্লেটন সিলভা এবং নাওরেম মহেশ এ মরসুমে ধারাবাহিক ভালো পারফর্ম করছেন। মহেশ বেশ কিছু ম্যাচে অ্যাসিস্ট করেছেন। ২-০ স্কোরলাইন নিয়েই বিরতিতে যেতে পারত ইস্টবেঙ্গল। যদিও পেনাল্টি থেকে এক গোল শোধ করে জামশেদপুর। ইস্টবেঙ্গল শিবির অবশ্য মনসংযোগ হারায়নি। বিরতির পর আরও তাগিদ। লাগাতার আক্রমণে গোলের চেষ্টা। সাফল্যও এল। ৫৮ মিনিটে স্কোর লাইন ইস্টবেঙ্গলের পক্ষে ৩-১ করেন ক্লেটন সিলভা। এ বারও অ্যাসিস্ট নাওরেম মহেশের। তাঁর অনবদ্য পাস বৃথা যেতে দেননি ক্লেটন সিলভা। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে গোল। জোড়া গোল ক্লেটনের। নাওরেম মহেশের অনবদ্য পারফরম্যান্স। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট। এক রাশ স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে। টানা চার ম্যাচে হারল জামশেদপুর এফসি।