Emami East Bengal: সুমিত, ক্লেটনের প্রশংসা স্টিফেনের গলায়

Emami East Bengal: ডার্বির খলনায়ক সুমিত পাসি এ দিন সুপারহিট। যে সুমিতকে নিয়ে বিতৃষ্ণা জন্মাচ্ছিল, সেই সুমিতই জয়ধ্বনি নিয়ে মাঠ ছাড়লেন। নামের পাশে জোড়া গোল। সারা ম্যাচ জুড়ে এ দিন খেললেন রাইট উইংয়ে। কোচ কনস্ট্যান্টাইন বললেন...

Emami East Bengal: সুমিত, ক্লেটনের প্রশংসা স্টিফেনের গলায়
Image Credit source: OWN Photograph
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 9:58 PM

কলকাতা: অনেক বছর বাদে ইস্টবেঙ্গল (Emami East Bengal) খেলল ইস্টবেঙ্গলের মতো। মশাল জ্বলল মশালের মতো। ডুরান্ডের (Durand Cup 2022) শেষ আটের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। ডার্বিতেও হার। মুম্বইয়ের বিরুদ্ধে তাও একরাশ প্রত্যাশা নিয়েই কিশোরভারতীতে ভিড় জমিয়েছিলেন লাল-হলুদ সমর্থকরা। খেলা শেষেই তারাই বাড়ি ফিরলেন হাসি মুখে। একঝাঁক প্রাপ্তি নিয়ে। ৭ অক্টোবর থেকে শুরু আইএসএল (ISL)। এ দিনের ম্যাচের পর এখন থেকেই অপেক্ষার প্রহর গোনা শুরু হল সমর্থকদের। গত দু’বারের আইএসএলে ব্যর্থতার চাদরে মোড়া ছিল ইস্টবেঙ্গল। এ বারে ডুরান্ড অভিযানে প্রথম তিন ম্যাচেও জয়, গোলের দেখা মেলেনি। অগস্টের প্রথম সপ্তাহে অনুশীলন শুরু করে স্টিফেন কনস্ট্যান্টাইনের ইস্টবেঙ্গল। বিদেশিদেরও দেরিতে পান ব্রিটিশ কোচ। পূর্ণশক্তির মুম্বইকে হারিয়ে অগণিত লাল-হলুদ সমর্থদের হৃদয়ে মশাল জ্বালালেন ক্লেটন সিলভা, অ্যালেক্স লিমা, সুমিত পাসিরা।

ডার্বির খলনায়ক সুমিত পাসি এ দিন সুপারহিট। যে সুমিতকে নিয়ে বিতৃষ্ণা জন্মাচ্ছিল, সেই সুমিতই জয়ধ্বনি নিয়ে মাঠ ছাড়লেন। নামের পাশে জোড়া গোল। সারা ম্যাচ জুড়ে এ দিন খেললেন রাইট উইংয়ে। কোচ কনস্ট্যান্টাইন বললেন, ‘সমালোচকরা কী বলল তা নিয়ে ভাবি না। এর আগে ও জাতীয় দলে খেলেছে। অনেকেই বোকার মতো বলেছিল, কেন সুমিত এই দলে আছে। ও দুর্দান্ত ফুটবলার। প্রথম ম্যাচে ও তিনটে জায়গায় খেলেছিল। ৯০ মিনিট যে ছেলেটা দৌড়ে যাচ্ছে, তাকে নিয়ে সমালোচনা ওঠে। এখন সবে শুরু।’

ডার্বিতে দ্বিতীয়ার্ধে নেমে ক্লিক করেননি। তবে অনুশীলনের সময় পেয়েই মুম্বই ম্যাচে ফুল ফোটালেন ক্লেটন সিলভা। ফ্রি-কিক থেকে বিশ্বমানের গোল। ৮১ মিনিটে জয়সূচক গোলও সেই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পা থেকে। মুম্বইয়ের বিরুদ্ধে আর্মব্যান্ড পরে নেমেছিলেন ক্লেটন। সেই মর্যাদা রাখলেন। ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে লাল-হলুদ কোচ বললেন, ‘ও একজন কোয়ালিটি ফুটবলার। আমি জানি না, ওকে কী ভাবে এই দলে আনতে পেরেছি। এই মরসুমে ওর থেকে আরও অনেক গোল দেখা বাকি আছে।’

কনস্ট্যান্টাইনের চিন্তা বাড়াচ্ছেন এলিয়ান্দ্রো। ব্রাজিলিয়ান স্ট্রাইকার মুম্বই ম্যাচেও একেবারে নিষ্প্রভ থাকলেন। যদিও ম্যাচের পর লাল-হলুদ কোচ তাঁকে আড়ালই করলেন। স্টিফেন বলেন, ‘৭ মাস ও ফুটবলের বাইরে ছিল। ও যখন খেলত, তখন স্ট্রাইকারের পিছনে উইথড্রল হিসেবে খেলত। ৭ মাস একজন ফুটবলার গোল ছাড়া রয়েছে। আমি জানি ওকে কী ভাবে তৈরি করতে হবে। সেটাই করছি। মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে। প্রত্যেকেরই সময় লাগে মানাতে। ভারতীয় ফুটবলারদেরই মানিয়ে নিতে সময় লাগে। ও তো বিদেশি। আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’ একই সঙ্গে সমর্থকদের উদ্দেশ্যে স্টিফেনের বার্তা, ‘আমরা এ বার অনেক ভালো ফুটবল খেলব। অন্তত লিগ টেবিলের শেষের দিকে থাকব না।’ ডুরান্ড শেষ। এ বার সামনে কলকাতা লিগ। আইএসএলের প্রস্তুতিতে কলকাতা লিগেও পরীক্ষা নিরীক্ষা চালাবেন কনস্ট্যান্টাইন। তাও জানিয়ে রাখলেন। দল তৈরি করার কাজ চালিয়ে যেতে চান ব্রিটিশ কোচ।

মাত্র একমাসের ভেতরেই স্টিফেনের হাতে পড়ে তেল খাওয়া মেশিনের মতো দৌড়াতে দেখা গেল ইস্টবেঙ্গলকে। ইভান গঞ্জালেজ না থাকায় রক্ষণকে এ দিন কিছুটা নড়বড়ে দেখাল বটে। গোলকিপার কমলজিৎ সিংও বাজে গোল হজম করলেন। তবে মুম্বইয়ের বিরুদ্ধে শুরু থেকে হাই প্রেসিং ফুটবল আর ক্লেটন, লিমাদের আত্মবিশ্বাস বুঝিয়ে দিল এ বারের আইএসএলে অন্য ইস্টবেঙ্গলকে দেখা যাবে।