Qatar World Cup 2022: হ্যারি-মেগানদের ওয়াগসদের নতুন ঠিকানা ব্যানানা আইল্যান্ড, এখানে থাকতে হলে গাঁটের কত কড়ি খসবে?

নভেম্বরে শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপ। আরব সাগরের ওপর ব্যানানা আইল্যান্ড রিসর্টে থাকতে হলে অনেকটাই গ্যাটের কড়ি খরচ করতে হবে।

Qatar World Cup 2022: হ্যারি-মেগানদের ওয়াগসদের নতুন ঠিকানা ব্যানানা আইল্যান্ড, এখানে থাকতে হলে গাঁটের কত কড়ি খসবে?
হ্যারি-মেগানদের ওয়াগসদের নতুন ঠিকানা ব্যানানা আইল্যান্ড, এখানে থাকতে হলে গাঁটের কত কড়ি খসবে?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2022 | 7:30 AM

শিয়রে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)। এই ফুটবল মহাযজ্ঞের জন্য ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে তরতরিয়ে। এ বারের বিশ্বকাপ কাতারের মোট ৮টি স্টেডিয়ামে হবে। পুরো টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন দেশের ফুটবলারদের পার্টনারদের সঙ্গ দেওয়ার জন্য তাঁদের সঙ্গে থাকবেন। জানা গিয়েছে, আসন্ন বিশ্বকাপের জন্য কাতারে বিলাসবহুল এক স্থানে থাকতে চলেছেন গ্যারেথ সাউথগেটের দলের প্লেয়ারদের ওয়াগসরা। কাতারের রাজধানী দোহার ব্যানানা আইল্যান্ড (Banana Island) রিসর্টে থাকবেন হ্যারি-মেগানদের স্ত্রী-বান্ধবীরা।

England wags

ইংল্যান্ডের ফুটবলারদের ওয়াগসরা। (ছবি-টুইটার)

ব্যানানা আইল্যান্ডে থাকার কত খরচ?

নভেম্বরে শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপ। আরব সাগরের ওপর ব্যানানা আইল্যান্ড রিসর্টে থাকতে হলে অনেকটা গাঁটের কড়ি খরচ করতে হবে। কলার মতো দেখতে বলে এই ছোট্ট দ্বীপের নাম দেওয়া হয়েছে ব্যানানা আইল্যান্ড। সমুদ্রের ওপর কাঠের ছোট্ট ছোট্ট বাড়ি রয়েছে ওই আইল্যান্ডে। সেখানে এক একটা রাত কাটানোর জন্য প্রত্যেককে ৬ হাজার পাউন্ড করে খরচ করতে হবে। কাতার বিশ্বকাপে অংশ নিতে চলা ইংল্যান্ডের প্লেয়াররা থাকবেন সোক আল ওয়াকরা নামের একটি পাঁচতারা হোটেলে। শুধু ইংল্যান্ডই নয়, ফ্রান্স দলের ওয়াগসদের বিশ্বকাপ চলাকালীন মাস খানেকের জন্য বাড়ি-ঘর হতে চলেছে ব্যানানা আইল্যান্ড।

ব্যানানা আইল্যান্ডে কী কী সুযোগ সুবিধা রয়েছে?

  1. ব্যানানা আইল্যান্ডে ব্যক্তিগত সমুদ্র রয়েছে।
  2. সেই সমুদ্রের পাশে বিভিন্ন খেলাধূলায় লিপ্ত হতে পারেন এখানে থাকতে আসা অতিথিরা।
  3. পড়ন্ত বিকেলে সমুদ্রের পাশে বসে সূর্যাস্তও উপভোগ করতে পারবেন এখানে থাকা অতিথিরা।
  4. অতিথিদের জন্য সুন্দর সমুদ্রের পাশে বসে আরাম করার সুযোগও রয়েছে।
  5. ব্যানানা আইল্যান্ডে ফিটনেস সেন্টার রয়েছে।
  6. এখানকার টেনিস কোর্টেও সময় কাটাতে পারবেন ইংল্যান্ডের ফুটবলারদের বান্ধবী ও স্ত্রীরা।
  7. ব্যাডমিন্টন, বিচ ফুটবল ও ভলিবলও খেলার সুযোগও পাবেন ফ্রেন হকিন্স-মেগান ড্যাভিসনরা।
  8. সুন্দর ওয়াটার পার্কও রয়েছে এই বিলাসবহুল আইল্যান্ডে।
  9. সার্ফিং, স্কুবা ডাইভিং করার সু-বন্দোবস্তও রয়েছে।

মনোরম সমুদ্রের পাশে পার্টি হবে না, তা তো হতে পারে না। একাধিক সুযোগ সুবিধা থাকলেও একটাই সমস্যা। কারণ, ব্যানানা আইল্যান্ডের পরিবেশ সম্পূর্ণ অ্যালকোহলমুক্ত। ব্যানানা আইল্যান্ডে হওয়া পার্টিতে তাই অতিথিরা গলা ভেজাতে পারবেন না।