ATK Mohun Bagan: ‘মোহনবাগানকে ট্রফি জেতাতে চাই’, শহরে এসেই বললেন পোগবা

শহরে পা রেখেই ফ্লোরেন্টিন পোগবা জানিয়ে দিলেন, মোহনবাগানকে ট্রফি জেতাতে চান। তিনি বললেন, 'সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। নতুন চ্যালেঞ্জ, সেটা পূরণ করাই একমাত্র লক্ষ্য। মোহনবাগানকে ট্রফি জেতাতে চাই।'

ATK Mohun Bagan: 'মোহনবাগানকে ট্রফি জেতাতে চাই', শহরে এসেই বললেন পোগবা
শহরে ফ্লোরেন্টিন পোগবা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2022 | 3:02 PM

কলকাতা: প্রতীক্ষার অবসান। শহরে চলে এলেন ফ্লোরেন্টিন পোগবা। রবিবার সকালেই শহরে পা রাখেন পল পোগবার দাদা। ছুটির দিনের সকালে কলকাতা বিমানবন্দরে ভিড় জমান মোহনবাগান সমর্থকরা। ফুলে মালায় বরণ করে নেওয়া হয় পোগবাকে। বিমানবন্দর থেকে বেরোতেই মোহন জনতার ভিড় দেখে শুরুতেই কিছুটা অবাক হয়ে যান। এরপর নিজের ফোন বার করে পুরো মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখেন পল পোগবার দাদা। গিনির ডিফেন্ডারকে সই করিয়ে বড়সড় চমক দিয়েছে এটিকে মোহনবাগান। পোগবার নাম ঘোষণার পর থেকেই তাঁকে দেখার জন্য উৎসুক হয়েছিলেন সবুজ-মেরুন জনতা। জুলাইয়ের শেষ দিন তাই প্রিয় ফুটবলারকে বরণ করতেই সাত সকালে বিমানবন্দরে ছুটেছিলেন সমর্থকরা। বাগান জনতার সেলফির আবদার মেটালেন ফ্লোরেন্টিন পোগবা।

শহরে পা রেখেই ফ্লোরেন্টিন পোগবা জানিয়ে দিলেন, মোহনবাগানকে ট্রফি জেতাতে চান। তিনি বললেন, ‘সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। নতুন চ্যালেঞ্জ, সেটা পূরণ করাই একমাত্র লক্ষ্য। মোহনবাগানকে ট্রফি জেতাতে চাই।’ একই সঙ্গে তিনি বললেন, ‘ভারতীয় ফুটবল নিয়ে তেমন ধারণা না থাকলেও, মোহনবাগানের নাম শুনেছি। এখানে এসে খুব ভালো লাগছে। আমাকে দেখতে সমর্থকরা এখানে এসেছে। এটা দেখে আমি খুবই আপ্লুত। মাঠে নামলে আরও ভালো লাগবে।’

রবিবার সকালে কলকাতায় এলেও, বিকেলেই মাঠে নেমে পড়ছেন পল পোগবার দাদা। মোহনবাগান মাঠে পোগবার অনুশীলন দেখার জন্য উন্মুখ হয়ে আছে বাগান জনতাও। ফ্রান্সের দ্বিতীয় ডিভিশন ক্লাব সোশাউক্সে এর আগে খেলতেন ফ্লোরেন্টিন। তার আগে আটলান্টাতেও খেলার অভিজ্ঞতা আছে পোগবার দাদার। গিনির জাতীয় দলের হয়ে ৩১টা ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার।