ATK Mohun Bagan: দু’বছর বাদে বাগানে ফিরলেন গ্লেন মার্টিন্স

Glan Martins: দু'বছর বাদে গোয়ান মিডফিল্ডার গ্লেন মার্টিন্সকে দলে ফেরাল সবুজ-মেরুন।

ATK Mohun Bagan: দু'বছর বাদে বাগানে ফিরলেন গ্লেন মার্টিন্স
দু'বছর বাদে বাগানে ফিরলেন গ্লেন মার্টিন্সImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2023 | 2:59 PM

কলকাতা: আবারও মোহনবাগানে (ATK Mohun Bagan) ফিরলেন গ্লেন মার্টিন্স (Glan Martins)। দু’বছর বাদে গোয়ান মিডফিল্ডারকে দলে ফেরাল সবুজ-মেরুন। এর আগেও মোহনবাগানে খেলে গিয়েছেন গ্লেন মার্টিন্স। ২০২০ সালে চার্চিল ব্রাদার্স থেকে এটিকে মোহনবাগানে এই মিডফিল্ডারকে দলে নিয়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। ২০২১ সালের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গ্লেন মার্টিন্সকে ছেড়ে দেয় মোহনবাগান। তাঁর বদলে লেনি রডরিগেজকে দলে নিয়েছিল সবুজ-মেরুন শিবির। সেই লেনিকে এ বার ছেড়ে দিল মোহনবাগান। জাতীয় দলের হয়েও বেশ ভালো খেলেন গ্লেন মার্টিন্স। সাড়ে তিন বছরের চুক্তিতে গোয়ান মিডফিল্ডারকে সই করাল মোহনবাগান। লেনি রডরিগেজ ফিরে গেলেন এফসি গোয়াতে। সূত্রের খবর, কলকাতায় ফিরতে চেয়েছিলেন গ্লেন নিজেও। তাই এফসি গোয়াও আর তাঁর ইচ্ছেয় বাঁধা দেয়নি। গ্লেন দলে ফেরায় বাগানের মাঝমাঠ নিঃসন্দেহে কিছুটা শক্তিশালী হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

এফসি গোয়ার হয়ে এই মরসুমে খুব একটা বেশি ম্যাচ টাইমও পাননি গ্লেন মার্টিন্স। তাই মোহনবাগানে ফিরতে চান তিনি। এফসি গোয়ার কোচ কার্লোস পেনা বেশির ভাগ ম্যাচেই আস্থা রাখেন তরুণ মিডিও আয়ূষ ছেত্রীর উপরে। ১৫টা ম্যাচের মধ্যে ৯টা ম্যাচে খেলেছেন গ্লেন। ৪৭০ মিনিট মাঠে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে ১৫টা ম্যাচেই খেলেছেন আয়ূষ ছেত্রী। মূলত দ্বিতীয়ার্ধেই পরিবর্ত হিসাবে গ্লেন মার্টিন্সকে মাঠে নামিয়েছেন কোচ পেনা।

মঙ্গলবার থেকেই মোহনবাগানের অনুশীলনে নামছেন গ্লেন। শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচ সবুজ-মেরুনের। চেন্নাইয়িনের সঙ্গে ড্র করে কিছুটা চাপে এটিকে মোহনবাগান। মঙ্গলবার থেকে ক্লোজড ডোর অনুশীলনে দিমিত্রি পেত্রাতোস, হুগো বোমাসরা। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে আছে এটিকে মোহনবাগান। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে এক নম্বরে মুম্বই সিটি এফসি। অঙ্কের বিচারে লিগ শিল্ড পাওয়ার সুযোগ এখনও আছে এটিকে মোহনবাগানের। যদিও সে সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

অন্যদিকে লেনি রডরিগেজ ফিরে গেলেন এফসি গোয়াতে। এটিকে মোহনবাগানের হয়ে এ মরসুমে আইএসএলে ৯টি ম্যাচে খেলেন লেনি। ৪৪২ মিনিট মাঠে ছিলেন তিনি। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও ৪৬ মিনিটে মাঠে পরিবর্ত হিসাবে নেমেছিলেন লেনি রডরিগেজ।