PELE: ‘বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখব’,  হাসপাতাল থেকে ভরসার বার্তা পেলের

Pele Instagram post: জানিয়েছেন, তিনি 'স্ট্রং' রয়েছেন। শুধু তাই নয়, মেডিক্যাল বুলেটিনের সঙ্গে দীর্ঘ বার্তা দিয়েছেন। আশ্বস্ত করেছেন, বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখবেন।

PELE: 'বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখব',  হাসপাতাল থেকে ভরসার বার্তা পেলের
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2022 | 4:02 AM

সাও পাওলো: কয়েক দিন আগেই সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফুটবল সম্রাট পেলেকে। এই খবরে উৎকন্ঠা তৈরি হয়। সে সময় তাঁর পরিবারের তরফে জানানো হয়েছিল, নিয়মিত পরীক্ষার জন্যই হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও পরিস্থিতি ক্রমশ সঙ্কটজনক হয়েছে। হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে প্যালিয়াটিভ কেয়ার ইউনিটে সরানো হয়। উৎকন্ঠা কমেনি। তবে পেলের বার্তা সাময়িক আশ্বস্ত করতে পারে ফুটবল বিশ্বকে। কী বার্তা দিলেন পেলে, তুলে ধরল TV9Bangla

বিশ্বকাপের মাঝে পেলের সঙ্কটজনক অবস্থার খবর ভারাক্রান্ত করেছিল ফুটবল বিশ্বকে। সেখান থেকে কিছুটা যেন স্বস্তির খবর বিশ্ব ফুটবলে। ইন্সটাগ্রাম পোস্টে ভরসার বার্তা দিলেন ফুটবল সম্রাট। জানিয়েছেন, তিনি ‘স্ট্রং’ রয়েছেন। শুধু তাই নয়, মেডিক্যাল বুলেটিনের সঙ্গে দীর্ঘ বার্তা দিয়েছেন। আশ্বস্ত করেছেন, বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখবেন। তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, প্রত্যেককে বলব আপনারা শান্ত এবং ইতিবাচক থাকুন। প্রচুর আশা নিয়ে আমি স্ট্রং রয়েছি। চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ মতোই রয়েছি। সমস্ত চিকিৎসক এবং নার্সিং টিমকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে যত্নে রেখেছে।’ সঙ্গে আরও যোগ করেন, ‘ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। আমার সুস্থতা কামনায় প্রত্যেকেটা বার্তা ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছি। এই ভালোবাসাই আমাকে স্ফূর্তিতে রেখেছে। বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখব।’

View this post on Instagram

A post shared by Pelé (@pele)

পেলের জন্য প্রার্থনা করছে ফুটবল বিশ্ব। দ্রুত তিনি সুস্থ হয়ে ফিরুন, এমন প্রত্যাশায় দিন গুনছে ব্রাজিলও। বিভিন্ন দেশের তারকা ফুটবলাররা পেলের আরোগ্য প্রার্থনায় বার্তা দিয়েছেন। বিশ্বকাপে গ্যালারিতেও পেলেকে নিয়ে নানা বার্তা। তবে যে বার্তা কিছুটা হলেও স্বস্তি দিতে পারে, সেটি এল ইন্সটাগ্রাম পোস্টে।