Durand Cup 2022: নকআউটে আজ মহমেডানের বড় ভরসা ঘরের মাঠের সমর্থন

Mohammedan SC: মহমেডান স্পোর্টিং কোচ আন্দ্রে চের্নিশভ বলেন, 'খুবই কঠিন ম্যাচ হতে চলেছে। তবে আমরা প্রস্তুত। চোট এবং কার্ড সমস্যায় এই ম্যাচে কিছু পরিবর্তন করতে হচ্ছে। ফুটবলে এমনটা হতেই পারে। আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুত।'

Durand Cup 2022: নকআউটে আজ মহমেডানের বড় ভরসা ঘরের মাঠের সমর্থন
Image Credit source: Own Arrangement
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2022 | 8:45 AM

কলকাতা : ডুরান্ড কাপে (Durand Cup 2022) গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন। গ্রুপে আইএসএলের অন্যাতম সেরা দল বেঙ্গালুরু এফসিকে প্রায় হারিয়ে দিচ্ছিল। শেষ দিকে প্রায় ২০ মিনিটের বেশি ১০ জনে খেলেও ড্র করে মহমেডান। কলকাতার অন্য দুই প্রধান গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। ডুরান্ড কাপের নকআউটে বাংলার একমাত্র প্রতিনিধি মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। আজ কোয়ার্টার ফাইনালে আইএসএলের দল কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে নামছে মহমেডান। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ। মহমেডান স্পোর্টিংয়ের জন্য ঘরের মাঠ। এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ওরা অনেক বেশি ওয়াকিবহাল। কেরালার ক্ষেত্রে সমস্যা হতে পারে, গ্রুপ পর্বের ম্যাচগুলি তারা খেলেছে গুয়াহাটি স্টেডিয়ামে। যুবভারতীতে প্রথম ম্যাচে আদৌ কতটা মানিয়ে নিতে পারবে, সংশয় থাকেই। মহমেডানের জন্য অন্তত ৪০ হাজার সমর্থক গলা ফাটাবেন গ্যালারিতে। সেটাও বাড়তি চাপে রাখবে কেরালা ব্লাস্টার্সকে। নিঃসন্দেহে কোয়ার্টার ফাইনালে কিছুটা হলেও এগিয়ে থাকবে সাদা-কালো শিবির।

মহমেডান স্পোর্টিং কোচ আন্দ্রে চের্নিশভ বলেন, ‘খুবই কঠিন ম্যাচ হতে চলেছে। তবে আমরা প্রস্তুত। চোট এবং কার্ড সমস্যায় এই ম্যাচে কিছু পরিবর্তন করতে হচ্ছে। ফুটবলে এমনটা হতেই পারে। আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুত।’ গত মরসুম থেকে ধারাবাহিক ভালো খেলছে মহমেডান। দলের পাশাপাশি বাড়তি কৃতিত্ব প্রাপ্য বিদেশি ফুটবলার মার্কাস জোসেফের। এ বছর মহমেডানের অধিনায়ক মার্কাস। গত বারের তুলনায় কিছুটা নড়বড়ে। কোচ চের্নিশভ বলেন, ‘মার্কাস খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে এ বছর ও তেমন ছন্দে নেই। খেলার ধরণ কিছুটা পাল্টেছে। হয়তো সে কারণেই মানিয়ে নিতে সময় লাগছে। তারপরও বলব, ও খুবই বিপজ্জনক। কোচ হিসেবে আমারও জয়ের খিদে রয়েছে। দল হিসেবেও এটাই লক্ষ্য। কখনও লক্ষ্য পূরণ হবে, অনেক সময় হবে না। এই ম্য়াচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সমর্থকদের জন্যই দলের মধ্যে ভালো খেলার তাগিদ বাড়ে। সমর্থকরা মাঠে আসুক এটাই চাইব।’

কেরালা ব্লাস্টার্সে প্রচুর তরুণ ফুটবলার রয়েছে। ওডিশার কাছে হারলেও শেষ আট নিশ্চিত করতে কোনও সমস্য়া হয়নি। আক্রমণে মহম্মদ আইমেন এবং মহম্মদ আজহার দারুণ ছন্দে। ভালো পারফর্ম করছেন তেজস কৃষ্ণা, মহম্মদ আজজল, সচিন সুরেশরা। কেরালা ব্লাস্টার্সের কোচ পোল্যান্ডের তমাস শর্জ। কোয়ার্টার ফাইনাল প্রসঙ্গে তমাস বলছেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে ভালো লাগছে। জয়ের খিদে আমাদের মধ্যেও রয়েছে। আই লিগের অন্যতম সেরা দলের বিরুদ্ধে নামছি। এটাই আমাদের কাছে বাড়তি মোটিভেশন। আমার ছেলেরাও প্রস্তুত নিজেদের দক্ষতা প্রমাণের। আমাদেরও কিছু সমর্থন থাকবে গ্যালারিতে। সমর্থকদের এটুকুই বলতে চাই, একশো শতাংশ দিয়ে খেলবো। নিঃসন্দেহে মহমেডানের সমর্থন বেশি থাকবে। আমাদের কাছে সেটা কোনও ব্যাপার নয়। মাঠে নেমে লড়াই করার জন্য আমরা প্রস্তুত।’