FIFA World Cup 2022:স্ট্র্যাটেজিক কারণে শুরুতে নামাননি রোনাল্ডোকে, বিতর্ক মেটাতেই কি বললেন স্যান্টোস?

রোনাল্ডোকে প্রথম দল থেকে বাদ দেওয়া যে কঠিন ছিল, মানছেন স্যান্টোস। তাঁর কথায়, 'রোনাল্ডোর সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক। ওর যখন ১৯ বছর বয়স, তখন স্পোর্টিংয়ে খেলত। তখন থেকেই রোনাল্ডোকে চিনি।'

FIFA World Cup 2022:স্ট্র্যাটেজিক কারণে শুরুতে নামাননি রোনাল্ডোকে, বিতর্ক মেটাতেই কি বললেন স্যান্টোস?
স্ট্র্যাটেজিক কারণে শুরুতে নামাননি রোনাল্ডোকে, বিতর্ক মেটাতেই কি বললেন স্যান্টোস? Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2022 | 3:19 PM

দোহা: বিতর্ক যেন থামতেই চাইছে না! ম্যাঞ্চেস্টার ইউনাইটেড(Manchestar United) থেকে বিশ্বকাপে এসেছিলেন বিতর্ক নিয়ে। সেই জোয়ারে এখনও ভাসছেন। তারই মধ্যে আবার বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে টিম থেকে বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo)। ৭৩ মিনিটে তাঁকে বদলি হিসেবে নামানো হয়। এ নিয়ে তীব্র বিতর্কে পড়েছেন পর্তুগাল কোচ ফের্নান্ডো স্যান্টোস। সুইজারল্যান্ডের বিরুদ্ধে টিম জিতেছে ৬-১। কিন্তু রোনাল্ডো বিতর্ক কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে তাঁকে। সিআর সেভেনের বদলে গন্সালো ব়্যামোসকে শুরু থেকে খেলিয়েছেন স্যান্টোস। মাঠে নেমে হ্যাটট্রিক করেছেন ২১ বছরের ব়্যামোস। তাতেও কিন্তু সিআর সেভেনকে নিয়ে কথা থামছে না। ম্যাচের পর রোনাল্ডোকে বাদ দেওয়ার কী যুক্তি তুলে ধরলেন পর্তুগাল কোচ? তুলে ধরল TV9 Bangla

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে রোনাল্ডোকে তুলে নেওয়ার সময় কোচের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাতে যে স্যান্টোস চটেছিলেন, তা নিয়ে সন্দেহ নেই। তারই জেরেই রোনাল্ডোকে সুইসদের বিরুদ্ধে শুরু থেকে খেলাননি? তা স্পষ্ট নয়। কোরিয়া ম্যাচের প্রসঙ্গ তুলে স্যান্টোস ম্যাচের পর বলেছেন, ‘আমি আগেই বলেছি, ব্যাপারটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। রোনাল্ডো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। পেশাদারি দিক থেকে যেমন, পর্তুগালের নেতা হিসেবেও। কিন্তু আমাদের একটা টিম হিসেবে ভাবতে হবে নিজেদের।’

বোঝাই যাচ্ছে, রোনাল্ডো-স্যান্টোস সমীকরণ ঠিক নেই। একটা সময় স্যান্টোসের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো ছিল। কিন্তু ৩৭ বছরের রোনাল্ডো বিশ্বকাপের শুরু থেকে ফর্মে নেই। একটাই মাত্র গোল করেছেন। ওই গোল বাদ দিলে একেবারে ফর্মে নেই। টিমকে সে ভাবে সাহায্যও করতে পারছেন না। স্ট্র্যাটেজিক দিক থেকে দেখলে রোনাল্ডোকে শুরু থেকে না খেলানোর সিদ্ধান্ত ভুল নয়। কিন্তু রোনাল্ডোর মতো ম্যাচ উইনার যে কোনও সময় ফর্মে ফিরতে পারেন। তাঁদের মতো প্লেয়ারদের সম্পর্কে শেষ কথা বলা যায় না।

রোনাল্ডোকে প্রথম দল থেকে বাদ দেওয়া যে কঠিন ছিল, মানছেন স্যান্টোস। তাঁর কথায়, ‘রোনাল্ডোর সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক। ওর যখন ১৯ বছর বয়স, তখন স্পোর্টিংয়ে খেলত। তখন থেকেই রোনাল্ডোকে চিনি। টিমের জন্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই। রোনাল্ডো আর আমি কিন্তু কখনওই পেশাদার আর ব্যক্তিগত সম্পর্ককে গুলিয়ে ফেলিনি।’