ঠিক কী ঘটেছিল? প্রীতমের কথায়, ‘এটা তিন-চারদিন আগের ঘটনা। সকালে জিম করে অফিসের দিকে যাচ্ছিলাম। তখনই দেখি ডানলপ ব্রিজের কাছে এক প্রতিবন্ধী ব্যক্তি কষ্ট করে তাঁর সাইকেল ঠেলছে। ওর সাইকেলের সামনের চাকাটা ভেঙে যায়। ওই রোদের মধ্যে কষ্ট করে ডানলপ ব্রিজে ওঠার চেষ্টা করছে। দেখি, হাত দিয়ে কোনও রকমে সাইকেল ঠেলার চেষ্টা করছে ও। তা দেখতে পেয়েই গাড়ি থেকে নেমে আসি। ওই ব্যক্তিকে ব্রিজটা পার করতে সাহায্য করি। আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ করত।’ প্রায় আধঘণ্টা ওই ব্যক্তির সাইকেল ঠেলার পাশাপাশি, তাঁর ভাঙা সাইকেল সারিয়ে দেওয়ার ব্যবস্থাও করেন প্রীতম।
কথায় কথায় প্রীতম জানতে পারেন, কোনা এক্সপ্রেসওয়ে ছাড়িয়ে ওই ব্যক্তির বাড়ি। ডানলপের কাছে কাজে এসেছিলেন। আর তারপরই বিপত্তি। সাইকেল ভেঙে যাওয়ায়, বাড়ি ফেরাই একপ্রকার দুষ্কর হয়ে গিয়েছিল। প্রীতমের নজরে আসতেই নিজে এগিয়ে আসেন। এই ঘটনা অনেক তারকারই হয়তো নজর এড়িয়ে যেত। মোহনবাগানের ডিফেন্ডার তারকাখচিত হয়েও যে ভাবে মাটিতে পা রাখলেন, তার জন্য প্রীতমকে কুর্নিশ জানাতেই হয়।