Luis Enrique: বিশ্বকাপের ব্যর্থতা, বরখাস্ত এনরিকে, স্পেনের নতুন কোচ ঘোষণা

FIFA World Cup 2022: লুই এনরিকের বিদায়ের কিছুক্ষণের মধ্যেই নতুন কোচের নামও ঘোষণা করে স্প্যানিশ ফুটবল সংস্থা। অনূর্ধ্ব ১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং টোকিও অলিম্পিকে রূপো জয়ী দে লা ফুয়েন্তেকে সিনিয়র দলের দায়িত্ব দেওয়া হল।

Luis Enrique: বিশ্বকাপের ব্যর্থতা, বরখাস্ত এনরিকে, স্পেনের নতুন কোচ ঘোষণা
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2022 | 8:01 PM

মাদ্রিদ : অনেক বিতর্ক নিয়ে কাতার বিশ্বকাপে পা রেখেছিলেন স্পেনের কোচ লুই এনরিকে। ডেভিড ডি হিয়ার মতো অভিজ্ঞ গোলরক্ষক, সের্গিও ব়্যামোসের মতো ডিফেন্ডারকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড বেছে নিয়েছিলেন। শেষ ষোলোয় মরক্কোর বিরুদ্ধে টাইব্রেকারে হার। চাকরি গেল লুই এনরিকের। বিশ্বকাপে ব্যর্থতার জেরে স্প্যানিশ শিবিরে প্রথম ধাক্কা তাঁকেই দেওয়া হল। ২০২০ ইউরো কাপের আগেও বিতর্কের মধ্যে ছিলেন এনরিকে। একঝাঁক তরুণ ফুটবলার নিয়ে দল গড়েছিলেন। স্কোয়াডে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলার। যা নিয়ে প্রবল বিতর্ক দেখা দিয়েছিল। তরুণ প্রজন্মকে নিয়ে যে লক্ষ্যে এগোতে চেয়েছিলেন, তা ধাক্কা খাওয়ায় তাঁকেও ‘ধাক্কা’ দেওয়া হল। কী বলছে স্প্যানিশ ফুটবল সংস্থা? তুলে ধরল TV9Bangla

ইউরো কাপের সেমিফাইনালে টাইব্রেকারে হেরেছিল স্পেন। কাতার বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে লুই এনরিকের দাবি চমকে দিয়েছিল। জানিয়েছিলেন, সেই টাইব্রেকার থেকে শিক্ষা নিয়ে প্রত্যেককে এক হাজার পেনাল্টি প্র্যাকটিসের হোমওয়ার্ক দিয়েছেন। গত এক বছরে সেই প্র্যাক্টিস করেই নাকি এসেছিলেন! তারপরও টাইব্রেকারেই হার। স্প্যানিশ ফুটবল সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে-‘লুই এনরিকে এবং তাঁর সমস্ত কোচিং স্টাফকে ধন্যবাদ। স্প্য়ানিশ ফুটবলের উন্নতিতে নতুন করে শুরু করছি আমরা।’ এনরিকের কোচিংয়ে নেশন্স লিগ, ইউরো কাপের সেমিফাইনালেই দৌড় শেষ স্পেনের। এ বার বিশ্বকাপের শেষ ষোলোতে।

লুই এনরিকের বিদায়ের কিছুক্ষণের মধ্যেই নতুন কোচের নামও ঘোষণা করে স্প্যানিশ ফুটবল সংস্থা। অনূর্ধ্ব ১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং টোকিও অলিম্পিকে রূপো জয়ী দে লা ফুয়েন্তেকে সিনিয়র দলের দায়িত্ব দেওয়া হল। ২০১৩ সালে স্পেনের অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব দেওয়া হয় দে লা ফুয়েন্তেকে। ৬০ বছর বয়সে সিনিয়র দলের দায়িত্ব পেলেন। এনরিকের সিনিয়র দলের ফুটবলার ফেরান তোরেস, পেদ্রি, গাবি, আনসু ফাতি, এরিক গার্সিয়ার অনেকেই লুই দে লা ফুয়েন্তের কোচিংয়েই উঠে এসেছেন।