Cristiano Ronaldo: রোনাল্ডোর অভিষেক ম্যাচ জিতে শীর্ষে আল নাসের

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Jan 23, 2023 | 3:44 AM

Al-Nassr: পুরো ম্যাচে রোনাল্ডোর উপস্থিতি ভালো ভাবেই বোঝা গেল। বেশ কিছু মুহূর্তও তৈরি হল। ফ্রি-কিক থেকে গোলের চেষ্টাও করেছিলেন। সুলাহিমের ক্রসে জাম্প করে হেডে গোলেরও চেষ্টা করেছিলেন। এ ছাড়াও বেশ কিছু সুযোগ এলেও গোল হয়নি রোনাল্ডোর।

Cristiano Ronaldo: রোনাল্ডোর অভিষেক ম্যাচ জিতে শীর্ষে আল নাসের
Image Credit source: twitter

রিয়াধ : সৌদি লিগে আল এত্তিফাকের বিরুদ্ধে ম্যাচের আগে ১৩টি ম্যাচ খেলেছিল আল নাসের। ঘরের মাঠে এত্তিফাকের বিরুদ্ধে আল নাসেরের ম্যাচটা আসলে ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাচ। এত্তিফাককে ১-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ল রোনাল্ডোর নতুন দল। তাঁকে দেখার অপেক্ষায় প্রহর গুনছিলেন আল নাসের সমর্থকরা। মরসুমের মাঝপথে বিশাল অর্থে আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পর্ব এবং কাতার বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন শুরুর অপেক্ষায় ছিলেন রোনাল্ডো নিজেও। তবে ম্যান ইউতে থাকাকালীনই সমস্যা বাড়িয়েছিলেন। মেজাজ হারিয়ে এভার্টনের এক সমর্থকের ফোন ভেঙে দেন রোনাল্ডো। এরই জেরে তাঁকে দু-ম্যাচের জন্য নির্বাসিত করেছিল ইংলিশ ফুটবল সংস্থা। আল নাসেরে যোগ দিলেও নির্বাসনের কারণে নামতে পারছিলেন না। অবশেষে অভিষেক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিস্তারিত TV9Bangla-য়।

অপেক্ষার প্রহর শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন আল নাসের সমর্থকরাও। ম্যাচের অনেক আগে থেকেই তাদেরও প্রস্তুতি শুরু হয়েছিল। সিআর সেভেনও দীর্ঘ সময় হল পৌঁছেছেন। প্রস্তুতিতে কোনও খামতি রাখেননি। আল নাসের জার্সিতে অভিষেক ম্যাচে তাঁর দল জিতল। রোনাল্ডো ভালো খেললেও গোল আসেনি তাঁর পায়ে। ‘সিউউউউ’ সেলিব্রেশন দেখার সুযোগ হয়নি আল নাসের সমর্থকদের। তবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের পারফরম্যান্স চোখ জুড়িয়েছে। গোল না করতে পারলেও ৯০ মিনিটই খেলেছেন। এটাও একটা স্বস্তির কারণ। বয়স যাই হোক, এখনও যে পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস রয়েছে রোনাল্ডোর, তা আরও একবার দেখিয়ে দিলেন ইউরোপিয়ান ফুটবলে সদ্য প্রাক্তন।

এত্তিফাকের বিরুদ্ধে ১-০’র জয়ে সৌদি প্রো লিগ টেবলে শীর্ষস্থান দখল করল আল নাসের। ১৪ ম্যাচ খেলে এই নিয়ে দশম জয়। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। যদিও দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সঙ্গে পার্থক্য মাত্র ১ পয়েন্টের। শেষ পাঁচ ম্যাচে তৃতীয় জয়। এত্তিফাকের বিরুদ্ধে ম্যাচ এবং আল নাসেরের একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান তালিস্কা। পুরো ম্যাচে রোনাল্ডোর উপস্থিতি ভালো ভাবেই বোঝা গেল। বেশ কিছু মুহূর্তও তৈরি হল। ফ্রি-কিক থেকে গোলের চেষ্টাও করেছিলেন। সুলাহিমের ক্রসে জাম্প করে হেডে গোলেরও চেষ্টা করেছিলেন। এ ছাড়াও বেশ কিছু সুযোগ এলেও গোল হয়নি রোনাল্ডোর। অভিষেক হল, এ বার আল নাসের সমর্থকদের প্রত্য়াশার তালিকায় শীর্ষে থাকবে রোনাল্ডোর গোল এবং চেনা সেলিব্রেশন।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla