ISL 2021: সমর্থকদের জন্য ডার্বি জিততে চান লাল-হলুদ কোচ

দু বছর আগে ইস্টবেঙ্গলে কোচিং করিয়ে গিয়েছেন আলেসান্দ্রো গার্সিয়া। তাঁর কাছ থেকেই সমস্ত আপডেট নিয়ে রেখেছেন মানোলো। তবে যতই ডার্বির জন্য মুখিয়ে থাকুন, বাকি ১৮টা ম্যাচকেও সমান গুরুত্ব দিচ্ছেন এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ।

ISL 2021: সমর্থকদের জন্য ডার্বি জিততে চান লাল-হলুদ কোচ
ISL 2021: সমর্থকদের জন্য ডার্বি জিততে চান লাল-হলুদ কোচ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2021 | 8:50 PM

পানাজি: ‘সমর্থকদের জন্য ডার্বি জিততে চাই।’ সাংবাদিক সম্মেলনে প্রথম বার মুখোমুখি হয়েই খুল্লামখুল্লা জানিয়ে দিলেন এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) স্প্যানিশ কোচ মানোলো দিয়াজ (Manolo Diaz)। রবি ফাওলারকে সরিয়ে দিয়াজের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে। লাল-হলুদ, সবুজ-মেরুন এই ডার্বির আবেগ ভালোই জানেন নয়া স্প্যানিশ কোচ। রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমে কোচিং করানো মানোলো জানেন, সমর্থকদের খুশি করতে পারে ওই একটাই ম্যাচ।

দু বছর আগে ইস্টবেঙ্গলে কোচিং করিয়ে গিয়েছেন আলেসান্দ্রো গার্সিয়া। তাঁর কাছ থেকেই সমস্ত আপডেট নিয়ে রেখেছেন মানোলো। তবে যতই ডার্বির জন্য মুখিয়ে থাকুন, বাকি ১৮টা ম্যাচকেও সমান গুরুত্ব দিচ্ছেন এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। গত মরসুমে ব্যর্থতাই ছিল সঙ্গী। ২টো ডার্বিতেই হারতে হয়েছিল লাল-হলুদকে। এ বছর দেরিতে আসরে নেমেও ভালো দল গড়েছে এসসি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট। ক্লাব-ইনভেস্টর কাজিয়ায় দলগঠন প্রক্রিয়াই থমকে ছিল মশাল ব্রিগেডে। তবে কি হয়েছে, এবং কি হয়েছিল তা নিয়ে ভাবতে চাননা মানোলো দিয়াজ। সাফ জানাচ্ছেন, ‘গত মরসুম অতীত। এই মরসুম নিয়ে ভাবছি। উন্নতি করতে চাই। দলের সেরাটা বার করতে চাই।’

বাবলে থেকেই আইএসএলে পারফর্ম করতে হবে। তবে এটাকে কোনও অজুহাত হিসেবে দেখতে নারাজ স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘মানসিক ভাবে এবং শারীরীক ভাবে প্রস্তুত আমরা। বলয়ে থেকেই খেলতে হবে। করোনাবিধি মানতে হবে। এ সব নিয়ে ভাবতে চাই না। আমরা ম্যাচে ফোকাস করছি। বাবল নিয়ে কিছু ভাবছি না। কারণ হাতে আর বেশি দিন সময় নেই।’

গত মরসুমে এসসি ইস্টবেঙ্গলের দেশীয় ফুটবলারদের পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট ছিলেন না রবি ফাওলার। সেই দেশীয় ফুটবলারদের মধ্যে অনেকেই আছেন এ বছর। নতুন কোচ দিয়াজ কিন্তু হাতে থাকা ফুটবলারদের নিয়েই মাঠে নেমে লড়াইয়ের বার্তা দিলেন। ২টো প্রস্তুতি ম্যাচে দলের খেলায় খুশি। সমর্থকদের জন্য এ বারের আইএসএলে ভালো ফল করার আশ্বাস দিলেন রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের প্রাক্তন কোচ।

এ বারের আইএসএলে বিদেশি ফুটবলারের সংখ্যাও কমানো হয়েছে। মাঠে থাকবে ৪ ফুটবলার। বাড়তি দায়িত্ব থাকবে ভারতীয়দের মধ্যেই। সেটা ভালোই জানেন মানোলো। সেই মতো দলের উন্নতিতেও পাখির চোখ তাঁর। কোন ফর্মেশন পছন্দ? উত্তর একটাই, ‘ম্যাচ বুঝে, প্রতিপক্ষ বুঝেই স্ট্র্যাটেজি ঠিক করি। পরিস্থিতি অনুযায়ী ফর্মেশন তৈরি করব।’

স্বপ্ন দেখাচ্ছেন মানোলো দিয়াজ। তবে স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে মাঠেও তার প্রতিফলন দেখাতে হবে। মানোলো দিয়াজের কাছে কাজটা অনেক কঠিন। তবে কোটি কোটি লাল-হলুদ জনতা স্বপ্ন দেখছেন, আশায় বুক বাঁধছেন।

আরও পড়ুন: সতীর্থকে মেরে লাল কার্ড দেখলেন আইরিশ লিগের গোলকিপার