Mohun Bagan: মোহনবাগান রত্ন শ্যাম থাপা

জীবন কৃতি সম্মান পাবেন বলাই দে। সুভাষ ভৌমিক পুরস্কার পাবেন কিয়ান নাসিরি।

Mohun Bagan: মোহনবাগান রত্ন শ্যাম থাপা
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 5:39 PM

কলকাতা: মোহনবাগান রত্ন হলেন শ্যাম থাপা। বৃহস্পতিবার বাগানের কার্যকরী কমিটির সভায় এমনটাই সিদ্ধান্ত হয়েছে। ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। ক্লাব তাঁবুতে সভার পর এমনটাই ঘোযণা করা হয় মোহনবাগানের তরফে। সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা থেকেই সকলের নজরে পড়তে থাকেন শ্যাম থাপা। ইস্টবেঙ্গল কর্তারও নজর এড়ায়নি। সুব্রত কাপ ফাইনালে গোল করার দু বছর (১৯৬৬) পরই তাঁকে সই করায় ইস্টবেঙ্গল ক্লাব। ১৯৭৫-৭৬ মরসুম স্মরণীয় কাটে। পিকে বন্দোপাধ্যায়ের কোচিংয়ে ইস্টবেঙ্গল রেকর্ড টানা ষষ্ঠ বার কলকাতা লিগ জেতে। এই সাফল্যে বড় অবদান ছিল শ্যাম থাপার। আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানকে ৫-০ হারায় ইস্টবেঙ্গল। লাল হলুদের হয়ে জোড়া গোল করেন শ্যাম থাপা। ১৯৭৭’এ মোহনবাগান সই করায় শ্যাম থাপাকে। সবুজ মেরুন জার্সিতেও একই রকম জ্বলে ওঠেন শ্যাম থাপা। ১৯৭৭-৭৮ মরসুমে শ্যামের আগমনের পর ঐতিহাসিক ত্রি-মুকুট জেতে মোহনবাগান। সে বছর আইএফএ শিল্ড, রোভার্স কাপ, ডুরান্ড কাপ জেতে মোহনবাগান। লিগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ব্যাক ভলিতে একটি চোখ ধাধানো গোলও করেছিলেন। যা আজও কলকাতা ফুটবলে আলোচনার বিযয়। অনবদ্য পারফরম্যান্সের জন্য শ্যাম থাপাকে রেকর্ড অর্থ পুরস্কার দেয় মোহনবাগান ক্লাব। ১৯৭৭-১৯৮০, টানা চার বার ডুরান্ড ফাইনাল খেলে মোহনবাগান। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শ্যাম থাপা। এর মধ্যে তিন বারই চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। এ সময় মোহনবাগান টানা তিনবার আইএফও শিল্ডও চ্যাম্পিয়ন হয়। ১৯৭০-৭৭ জাতীয় দলের হয়ে খেলেছেন শ্যাম থাপা। কলকাতা ফুটবল, জাতীয় স্তরেও তাঁর মতো আক্রমণভাগের ফুটবলার খুব কমই এসেছে। পেলের কসমস ক্লাবের বিরুদ্ধে খেলেছেন এবং গোলও করেছেন শ্যাম থাপা।

কার্যকরী কমিটির সভায় আরও সিদ্ধান্ত হয়েছে জীবন কৃতি সম্মান পাবেন বলাই দে। সুভাষ ভৌমিক পুরস্কার পাবেন কিয়ান নাসিরি। সেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কার মতি নন্দী পুরস্কার পাচ্ছেন অশোক দাশগুপ্ত। সেরা সংগঠক ভিসি প্রবীণ (গকুলাম)। সেরা ক্রিকেটার অরুণ লাল পুরস্কার পাচ্ছেন প্রিনান দত্ত। সেরা অ্যাথলিট বাপি শেখ। সেরা ফুটবলার শিবদাস ভাদুরী নামে পরস্কার পাচ্ছেন লিস্টন কোলাসো। কোভিডের কারণে সাম্প্রতিক সময়ে মোহনবাগান দিবস পালনে অনেক কিছুই বাদ দিতে হয়েছিল ক্লাবকে। এবার জাঁকজমক পূর্ণভাবেই মোহনবাগান দিবস পালিত হবে। আগের মতো প্রাক্তন ফুটবলারদের একটি প্রদর্শনী ম্যাচও হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন সঙ্গীত শিল্পী পৌষালি বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রবিন্দুর গানের অনুষ্ঠানও থাকছে।