Sunil Chhetri: ফের বর্ষসেরা ফুটবলার সুনীল ছেত্রী

সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) বিচারে আরও একবার বর্ষসেরা ফুটবলার (Footballer of the Year) সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের কিংবদন্তি প্রথম বার এই পুরস্কার পয়েছিলেন ২০০৭ সালে। এ বছরও জাতীয় দলের জার্সিতে তরুণদের ছাপিয়ে অনবদ্য খেলেছেন সুনীল।

| Edited By: | Updated on: Aug 09, 2022 | 7:12 PM
জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) প্রথমবার বর্ষসেরা হন ২০০৭ সালে। এরপর ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮-১৯  এবং এবার ২০২১-২২ মরসুমেও বর্ষসেরা খেতাব। (ছবি : পিটিআই)

জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) প্রথমবার বর্ষসেরা হন ২০০৭ সালে। এরপর ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮-১৯ এবং এবার ২০২১-২২ মরসুমেও বর্ষসেরা খেতাব। (ছবি : পিটিআই)

1 / 5
আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল সংখ্যায় ছুঁয়েছেন কিংবদন্তি ফেরেন্স পুসকাসকে (Ferenc Puskás)। এএফসি এশিয়ান কাপের ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই মাইলফলকে পৌঁছেছিলেন সুনীল। (ছবি : টুইটার)

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল সংখ্যায় ছুঁয়েছেন কিংবদন্তি ফেরেন্স পুসকাসকে (Ferenc Puskás)। এএফসি এশিয়ান কাপের ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই মাইলফলকে পৌঁছেছিলেন সুনীল। (ছবি : টুইটার)

2 / 5
 সক্রিয় ফুটবলারদের মধ্যে তৃতীয় সর্বাধিক গোল স্কোরার সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে ৮৪ গোল। (ছবি : পিটিআই)

সক্রিয় ফুটবলারদের মধ্যে তৃতীয় সর্বাধিক গোল স্কোরার সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে ৮৪ গোল। (ছবি : পিটিআই)

3 / 5
এ বছর সাফ কাপেও টুর্নামেন্টের সেরা হয়েছেন সুনীল। ৫ গোল করেছিলেন ভারত অধিনায়ক। (ছবি : পিটিআই)

এ বছর সাফ কাপেও টুর্নামেন্টের সেরা হয়েছেন সুনীল। ৫ গোল করেছিলেন ভারত অধিনায়ক। (ছবি : পিটিআই)

4 / 5
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ৩ ম্যাচে ৪ গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সুনীল ছেত্রী। (ছবি : টুইটার)

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ৩ ম্যাচে ৪ গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সুনীল ছেত্রী। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: