FIFA World Cup 2022: শুরু থেকে শুরুর বার্তা লিওর

Lionel Messi: অধিনায়কের সহজ স্বীকারোক্তি, 'অজুহাতের কোনও জায়গা নেই। আমরা আরও সঙ্ঘবদ্ধ হব। এই দলই এতদিন অনবদ্য় কিছু ম্যাচ উপহার দিয়েছে। দীর্ঘ সময় আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। এ বার আমাদের একতা দেখাতে হবে।'

FIFA World Cup 2022: শুরু থেকে শুরুর বার্তা লিওর
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2022 | 8:20 PM

লুসেইল : লিওনেল মেসি গোল করেছেন, আর্জেন্টিনা (Argentina) তবুও হেরেছে! এমনটা নিয়মিত হয় না। সে কারণেই অবাক হওয়ার বিষয়। সেই ২০০৯ সালে মেসির গোলের পরও জিততে পারেনি আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই অঘটন। সৌদি আরবের কাছে হার আর্জেন্টিনার। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির (Lionel Messi) পেনাল্টি গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে আরও তিনটে গোলের সুযোগ। তিনটিই অফসাইডের কারণে বাতিল হয়। আরও বেশ কয়েক বার অফসাইডের ফাঁদে পড়ে আর্জেন্টিনা। সৌদি আরব হাতে গোনা সুযোগ পেয়ে কাজে লাগিয়েছে। পিছিয়ে পড়েও ২-১ ব্য়বধানে জিতেছে তারা। আর্জেন্টিনা একঝাঁক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ। ম্যাচের পর কী বললেন আর্জেন্টিনা অধিনায়ক ও কোচ? তুলে ধরল TV9Bangla

জয়ের আনন্দে মাঠে মাথা ঠেকিয়ে সৌদি আরব ফুটবলার। একই চিত্র আর্জেন্টিনার। তবে সেটা হতাশায়। বিষন্ন ভঙ্গিতে মাঠ ছাড়লেন অধিনায়ক। তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। এ বারও কি অধরাই থেকে যাবে বিশ্বকাপের ট্রফি? ম্য়াচ শেষে অধিনায়ক লিওর বার্তা, ‘আমাদের আবার শুরু থেকে শুরু করতে হবে। সামনের দিকে তাকাতে হবে। আমাদের জানাই ছিল সৌদি আরব কত ভালো দল। ওদের অনেক দক্ষ ফুটবলার রয়েছে। সেই অনুযায়ীই পরিকল্পনা এবং প্রস্তুতি সেরেছিলাম। তবে মাঠে সেটা করে দেখাতে পারিনি।’ হারের কারণ কী? অধিনায়কের সহজ স্বীকারোক্তি, ‘অজুহাতের কোনও জায়গা নেই। আমরা আরও সঙ্ঘবদ্ধ হব। এই দলই এতদিন অনবদ্য় কিছু ম্যাচ উপহার দিয়েছে। দীর্ঘ সময় আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। এ বার আমাদের একতা দেখাতে হবে। দলের সকলের কাছেই এটা বড় ধাক্কা। এমন শুরুর প্রত্য়াশা করিনি। তবে এমন হতেই পারে। সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হয়। সামনের ম্যাচগুলির জন্য ভাবতে হবে। এখন আমাদের সব ম্যাচই জিততে হবে।’

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছেও এটি বড় ধাক্কা। ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর হার। আর্জেন্টিনা শিবিরের পক্ষে এই ধাক্কা মেনে নেওয়া কঠিন। কোচ লিওনেল স্কালোনি বলছেন, ‘সৌদি আরবের খেলার ধরন সম্পর্কে ধারনা ছিলই। ওদের রক্ষণ খুবি জমাট। সে ভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। তবে অফসাইডের ক্ষেত্রে বলব, মিলিমিটারের পার্থক্য়। আমাদের আরও দুটি ম্যাচ বাকি। এখন সেই ম্যাচ দুটি নিয়েই ভাবছি। একটা ম্যাচ হেরেছি। বাকি দুই ম্যাচে আরও কঠিন লড়াই দিতে হবে।’ দলের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ পরিষ্কার বলেন, ‘আমরা নিজেদের ভুলে হেরেছি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। ভুল-ত্রুটির লম্বা তালিকা রয়েছে। পরের ম্যাচে সেগুলো শুধরে নামতে হবে। প্রথমার্ধে আমাদের আরও গোল করা উচিত ছিল। এটা বিশ্বকাপ। গ্রুপের বাকি দুটি ম্যাচ আমাদের কাছে ফাইনালের মতো।’